নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

a misinterpreted interpreter

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

হিমালয়৭৭৭

কিছু কিছু মানুষ থাকে যারা কোন ঘটনার উদ্দেশ্য হয়না,বিধেয় হয়না; সকলের অগোচরে মেঠো ইদুরের মত নিজেকে লুকিয়ে বেচে থাকে; এরা শুধুই অবজারভার- কোন অনুভূতি তাদের স্পর্শ করেনা....আমিও নেপথ্য চরিত্র হয়ে যাচ্ছি বহুকাল ধরে। এইতো আমি; বেঁচে আছি নিজের নিয়মে: কাউকে ধরে রাখা বা কোথাও ধরা পড়া_ দুটো সম্ভাবনাই যার পরম শূন্য

হিমালয়৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

বুয়েট বিদায়পত্র( নাকি মানপত্র??)

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

এই স্ক্রিপ্টটি লিখেছিলাম গতবছর ডিপার্টমেন্ট থেকে সোনারগাও পিকনিকে যাওয়া উপলক্ষে।।। পিকনিকে আমার সিনিয়র ব্যাচের বিদায় দেয়া হয়।।। আমার উপর সাংস্কৃতিক অংশ পরিচালনার দায়িত্ব ছিল, স্ক্রিপ্টটিও তার অংশ.........

%

আলোচিত-সমালোচিত, যৎকিঞ্চিৎ নন্দিত এবং ততোধিক নিন্দিত 01 batch এর বিদায়ে আমরা মর্মাহত, বাকরুদ্ধ, লজ্জিত এবং অনুতপ্ত।। জল ঝরিতেছে আমাদের চক্ষু-কর্ণ-নাসিকা-গণ্ড, সর্বস্থান হইতে।। তাই এই বিশেষক্ষণে দুদণ্ড মনের ব্যথা জ্ঞাপনের নিপিত্তে এই বিশেষ মানপত্রখানি তাহাদের উদ্দেশ্য নিবেদন করিলাম( সঙ্গত কারণেই সাধুভাষায়)



ওহে বিদ্যাতীর্থ,

আপোনাদের জ্ঞানের সমাচারে আমোরা বড়ই প্রীতিধন্য হইয়াছি।।শুনিয়াছি আপোনাদের আমোদ-প্রমোদ-বিনোদন সম্পূর্ণই পুস্তককেন্দ্রিক; অনুষদের পাঠাগারখানি আপনাদের সার্বক্ষণিক বিশ্রামস্থল এবং ধর্মশালা।। এমনকি ইহাও কথিত আছে, আপনারা একখানি লেখচিত্র অংকন করিলেও সমবেত হাস্যোল্লাসে মাতিয়া উঠিতেন।।। ইহাতে আড়ালে নিন্দুকেরা আপোনাদের "আঁতেল" বলিয়া টিপ্পনি কাটিলেও অদ্য মজলিসে দৃপ্তকণ্ঠে জানাইতে চাই নিন্দুকের কটুবাক্য আমাদিগকে সামান্যতম টলাইতে সক্ষম হয়নাই, উপরন্তু আপোনাদের কীর্তিগাথায় গৌরবে আমাদের বুকের ছাতি সাড়ে তিন ইঞ্চি প্রসারিত হইয়াছে।।। যদি ন্যুনতম সংশয়ও থাকে, মাপিয়া দেখিতে পারেন; ওজর-আপত্তি তুলিবনা।।।



ওহে জ্ঞানতাপস

আমোরা হতভাগ্য, নালায়েক, কচুবনের কালাচাঁদ, আপোনাদের অযোগ্য উত্তরাধিকারী; পুস্তকের সঙ্গে সংযোগ ছিন্ন করিয়া প্রেমালাপ আর ঠাট্টা-তামাশায় ব্যতিব্যস্ত।। এমতবস্থায় আপোনারাই তো পরিত্রাতা।। আপোনাদের সযত্নে প্রস্ত্ততকৃত "চোথা"( দুঃখিত "পাঠ্য সহায়িকা") পাইলে এই নরাধমেরা ধড়ে প্রাণ ফিরিয়া পাইত।। বিনিময়ে আমাদের সহপাঠিনীদের বাড়ি নম্বর, দূরালপনী নম্বর, জন্মবার্ষিকী-বিবাহ বার্ষিকী আপোনাদের নিকট গচ্ছিত রাখিব।। আমোরা তো আপোনাদেরই আজ্ঞাবহ মাত্র।।।



ওহে কর্মবীর,

কর্মজীবন আপোনাদের ডাকিতেছে, আমোরাও তাহা শুনিতে পাইতেছি।। তাই কর্মে প্রবেশের প্রাক্কালে আপোনাদের টিউশনিগুলির জন্য রহিল আগাম বায়েনা।। পাশ করিবামাত্র সকলেরই চাকুরী জুটিবে এমন নিশ্চয়তাও দেওয়া যাইতেছে না; চাকুরী খুজিতে খুজিতে আপোনাদের রঙিন জামা বিবর্ণ হইলে কিংবা নব পাদুকা ক্ষয় হইয়া গেলে আমোরা নিজ উদ্যোগে উহা মেরামত করিয়া দিব ইনশাল্লাহ।।। শুধু, এই ছোট ভ্রাতাদিগের নিমিত্তে একটু ভুরিভোজের আয়োজন করিলেই চলিবে।।।



ওহে আগামীর যাত্রী

কথা হইল, হাসি হইল, তথাপি অনুক্ত রহিল মূল বক্তব্যখানি_ আপোনাদের বহুধা প্রণয়ের কাহিনী গুপ্ত থাকিলেও পরিণয়ে নিমন্ত্রণ পাইবার আশা রাখিতে দোষ কি?হয়তবা অচিরেই আসিতেছে সেই শুভক্ষণ।।..অতঃপর বাংলা সিনেমার মতই আপোনারা সুখে-শান্তিতে নিজ বলয়ে বসবাস করিতে থাকুন, আপন আপন সারথী লইয়া।।। ফি আমানিল্লাহ।।।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

জটিল বলেছেন: বাহ চমৎকার তো :)

২| ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

আলী বলেছেন: +৫

৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

জিনাত বলেছেন: বেশ বেশ

৪| ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

সাদাকালোরঙিন বলেছেন: সিনিয়র ভাইদেরকে এমন বাঁশমারা বিদায় ..... বুয়েটের হলে হলে বিদায় দেয়া হতো জানতাম কিন্তু ডিপার্টমেন্টের থেকে কোন বিদায় আমরা পাইনি

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

হিমালয়৭৭৭ বলেছেন: বিদায়টা আসলে ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়নি, ওই পিকনিকে অনেকগুলো কালচারার আইটেমের সাথে আমি নিজেই এটা রেখেছিলাম মজা করার জন্য।।।

৫| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪

রাখাল ছেলে বলেছেন: ভালো হয়েছে

৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৭

আকাশনীল বলেছেন: প্লাস দিলাম
বুয়েটে আসলে আপনার মতো ছেলেই দরকার ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

হিমালয়৭৭৭ বলেছেন: আমার মত অনেক ছেলেই বুয়েটে আছে, শুধু খুজে নিতে হয়।।।

৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬

সুমন সালেহী বলেছেন: আপনার জন্য একটি থিম ... ওবামাকে উদ্দেশ্য করে একটি মানপত্র অথবা বুশের বিদায়ে একটি মানপত্র লিখুন । আপনার মান পত্রের রসমান বলাই বাহুল্য.....

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

হিমালয়৭৭৭ বলেছেন: ওবামা আর বুশকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে যে এই মাতামাতিতে যোগ দিতে ইচ্ছে হচ্ছেনা।।।। তাই মানপত্রটা লিখবোনা, তবে অন্যকিছু হলে লেখা যেত।।।।

৮| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৮

উত্তরাধিকার বলেছেন:
জনাব,
আপনার মানপত্রটি পঠন করিয়া আনন্দিত হইলাম।

ঠাহর করিতে পারি - সেই বনভোজনে ইহা অতীব সমাদৃত হইয়াছিল।
:)

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৪

হিমালয়৭৭৭ বলেছেন: নিশ্চয়, নিশ্চয়....তবে জনাব ইহা নয়, আপনি অনুগ্রহ করিয়া "শত উদাসীন বেকার ঘুরে...মহাকবি ঝরে পড়ে"....পড়িলেই কিঞ্চিৎ বেশি প্রীত হইতাম।।।

৯| ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৯

হৃদছায়া বলেছেন: হাহাহা দারুন মজার, আপনি তাহলে ০২ ব্যাচ ! কোন ডিপার্টমেন্টের? নামটা জানা যাবে?

০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭

হিমালয়৭৭৭ বলেছেন: না না আমি ০৫ ব্যাচ, নামটা ডিপার্টমেন্টের নাকি আমি আমার জানতে চাইলেন বুঝলাম না।।।। নিকটাই আমার নাম, ডিপার্টমেন্ট MME....
আমার ৫০তম পোস্ট "শত উদাসীন বেকার ঘুরে....মহাকবি ঝরে পড়ে" আপনার মন্তব্য প্রত্যাশা করছি।।।

১০| ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার কয়েকটি লেখা দেখলাম পুরাটা পড়ার সময় হয়নি। দারুন তো বটে!!!! সময় করে পড়তে হবে।

ভালো থাকুন।

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

হিমালয়৭৭৭ বলেছেন: লেখা আছে অনেকগুলো। তবে আমার ব্যক্তিগত জীবনের সবচেয়ে ঐতিহাসিক লেখা_"শত উদাসীন বেকার ঘুরে...মহাকবি ঝরে পড়ে।"
আর একটিমাত্র লেখা যেটি আমার পছন্দের সেটি হচ্ছে "...র্দাপ"... আপাতত এ দুটি পড়লেই খুশি হব।। বাকি লেখাগুলোর কথা পরে বলব।।।

১১| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৫

আইরিন সুলতানা বলেছেন: ইউনিভার্সিটি জীবনের কনভোকেশন দিন মনে আছে, আর তার আগে থেকে চলা রিহার্স্যাল! বিদায়ের প্রস্তুতি ! কনভোকেশন দিনটা একদমই অন্যরকম। ঝলমলে আবার ফাঁকা ফাঁকা । কলেজের বিদায়বেলা তেমন কিছু ছিলনা। স্কুল জীবনের সময় নিজেরটার চেয়ে আমরা যখন উপরের শ্রেনীকে বিদায় জানালাম, সেটার কথা বেশী মনে পড়ছে! কারণ ওই সময় ক্লাসের ছেলেমেয়েরা মিলে বেশ খেটেছিলাম, আল্পনা, এটা সেটা !

মানপত্রের ব্যাপারটা ছিল কিনা মনে নেই। তবে স্কুলে থাকতে বইয়ে কিছু মানপত্রের স্যাম্পল ছিল, ওগুলো আর এটার মধ্যে পার্থক্য হলো রম্যরস।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮

হিমালয়৭৭৭ বলেছেন: স্কুল এবং কলেজ, দু জায়গাতেই আমি মোটামুটি অন্তরালেই ছিলাম, তাই সেভাবে কিছু চোখে পড়তনা।। এখন পরিস্থিতি পাল্টেছে, নানা কাজেই অংশ নিতে হয়।।। আর এটা লেখা হয়েছিল পিকনিকে; পড়ার আগমুহূর্ত পর্যন্তও কেউ জানতনা এটার ব্যাপারে।।।

বইয়ের মানপত্রের সঙ্গে মেলালে হতাশই হবেন অবশ্য.......

১২| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭

মুক্ত বয়ান বলেছেন: ধূর!! তোমার দ্বারাই এমন আঁতেলীয় লেখা বাইর হবে!!! /:)
মানপত্র লিখতে হইলে "অপরিচিত_আবির"এর কাছে কোর্স কইরা আস!! ;) ;)
সেই রকম একটা ব্যাম্বু দিছিল!!!!! =p~ =p~

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪

হিমালয়৭৭৭ বলেছেন: মিঞা, স্যারদের সামনে আবির স্টাইলের লেখা পড়া যায়??? তাও সেইখানে অনেক এলামনাই ছিল.....

১৩| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩

আইরিন সুলতানা বলেছেন: আমি উপরের মন্তব্যটা বোঝাতে পারিনি মনে হচ্ছে। বইয়ের মানপত্র তো পরীক্ষার খাতায় লেখার জন্য, নয়তো সার্টিফিকেড হিসেবে প্রদানের জন্য। আপনার মানপত্রের রম্যরসটাই মূখ্য, বইয়ের মানপত্র এখানে গৌণই ধরেছি।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

হিমালয়৭৭৭ বলেছেন: না না বুঝেই বলেছি, ব্যাপারটা এরকম যে, কেউ যদি মানপত্র শিরোনাম দেখে পড়তে আসে তাহলে বিভ্রান্তই হবে।।। আর, আপনার মন্তব্যের ধরনের সঙ্গে আমি মোটামুটি পরিচিত, তাই বুঝতে ভুল হয়নি।।। আগের মন্তব্যের শেষ লাইনটা এমনিতেই লেখা , সেজন্যই "অবশ্য"...শব্দটি জুড়ে দেয়া।।।


আপনার রিসেন্ট পোস্টটা পড়েছি; অনেক কিছুই অজানা থাকায় মন্তব্য করতে পারছিনা।।। তবে, সাইকো মানুষদের ইগনোর করাটাই বোধকরি শ্রেয়.......


১৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০২

আইরিন সুলতানা বলেছেন:
আপনার রিসেন্ট পোস্টটা পড়েছি; অনেক কিছুই অজানা থাকায় মন্তব্য করতে পারছিনা।।। তবে, সাইকো মানুষদের ইগনোর করাটাই বোধকরি শ্রেয়.......
=======================

হ্যা, আমি নাম দেখেছি তালিকাতে।

০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

হিমালয়৭৭৭ বলেছেন: অন্যরা ব্লগটাকে কিভাবে দেখে জানিনা, তবে আমি একে শুধুমাত্র একটা লেখালিখির প্লাটফরম হিসেবে দেখতে চাই যার বদৌলতে আমি কিছু ভাল লেখা পড়ার সুযোগ পাব এবং আমার নিজের লেখা গুটিকয়েক মানুষ পড়ে ভাল-মন্দ রেসপন্স করবে....এই পড়া এবং রেসপন্স সূত্রে লেখার মতই সুন্দর মনের কিছু মানুষের সঙ্গে যদি যোগাযোগ গড়ে উঠে সেটা হচ্ছে ব্লগ থেকে বোনাস প্রাপ্তি..........ব্লগকে এর বেশি কোনভাবেই আমি দেখতে রাজি নই এবং সত্যি বলতে কি , দেখিও না।।

আমারব্লগের দুটো পোস্টই দেখেছি, এবঙ প্রথম পোস্টটা দেখেই সেই লেখকের মেন্টালিটি বুঝতে সমস্যা হয়নি।।।। আমি ঐ ব্লগারের নাম অনেকের মুখেই শুনেছি, কিন্তু গত ১বছরে তাকে এই ব্লগে খুব একটা দেখিনি বলে তার সম্পর্কে কোন সুস্পষ্ট ধারণা ছিলনা; ঐ পোস্টটা দেখে কিছুটা হলেও সেটা হয়েছে।।।
আপনি আমার অনেক আগে থেকে ব্লগ লিখেন, তাই এই সংক্রান্ত অভিজ্ঞতাও বেশি।।। তবুও মনে হল, এক্ষেত্রে অন্তত প্রতিক্রিয়ার ধরনটা একটু তড়িঘড়ি হয়ে গেল.....আগেই বলেছি সাইকো মানুষদের ইগনোর করাটাই শ্রেয়।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.