![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।
আজ বৃষ্টির মহাৎসব,
কালে কালে ধনিছে অবিশ্রান্ত কলরোল,।
পুজ্ঞ পুজ্ঞ ঘনোকালো মেঘ,
জুড়ে রয়েছে আকাশ,
আর বইছে হিম হিম বাতাস।
মেঘাবৃত ঐ আকাশের রং
জলসিক্ত মহিষের গায়ের রং এর মত।
যেমন বিষন্ন তেমনি ভিষন।
আকাশে নবীন মেঘের ঘনঘটা,
মেঘের গুরুগর্জন,
বিচ্ছুরিতো শিহরন।
অবিশ্রান্ত বারিপাতের সচকিত বিদারন,
আর বর্ষন বজয়ের ভাষন।
শুরু হলো অবিশ্রান্ত ধারা বর্ষন,
নাহি বিরাম নাহি লেশ।
নাহি থামবার কনো আবকাশ,
বর্ষন, বর্ষন, আর বর্ষন।
মেঘে মেঘে বেলা হলো,
কেউ দেখতেই পারল না
ঘন কালো মেঘের আড়ালে কখন সূর্য অস্ত গেল।
পশ্চিম আকাশে সূর্যাস্তের বর্নবাহার,
আর কারো চোখে পড়লো না।
যেন, কোন অবসারে পৃথিবী বিষাদ বিধুর।
আজ পৃথিবী নিঃশব্দ,
জনমানব নিস্তব্ধ।
নেই কনো কলরব,
সকলি নিরব।
নাহি কেউ বাহিরে,
পথ ডাকে আমারে।
আমার ঘন গ্রামান্তরের নির্যন পথের ধারে,
আম কাঁঠালের বন।
আর দুধারে সুপারি গাছের সারি।
আম কাঁঠালের সেই বনে
বহুকালের প্রাচীন অন্ধকার,
যেন পঙীভুত।
সুপারি গাছের পাতায় বোবা প্রকিতি।
চোখের জল যেন এক বিচিত্র কলতান,
ঝরঝরে ঝরছে, আর ঝরছে।
।।।।।।।।।।।।।।।।।।।।
সংক্ষিপ্ত পরের অংশ পরে দেব যদি আপ্নাদের ভালো লাগে।
হিমেল হাসান।।।।।।।
কাগজের খেয়া।।।।।।।।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩২
একজন ঘূণপোকা বলেছেন:
কবিতাটা ভালো লাগল।
ব্লগে স্বাগতম।
হ্যাপি ব্লগিং