![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।
নানার রকম মানুষ আমরা,
নানান চিন্তা ধারা।
বাহুভেদ করে দেহভার ছেড়ে,
ভয়টাকে দাও তাড়া।
জোয়ার উঠেছে সমুদ্রে দেখ,
উপচে আসছে পানি।
জাগ, জাগ,জাগ,মারোগোহে তান,
শোনাও জয়ের বানি।
দুর্বল চিতে আগুন কঠিন,
দেয়ার দহন জালা।
নবীনেতে সেতো পানি হয়ে যায়,
দেয়না দহন জালা।
কাজের পথে বন্ধুর ডাকে
চায়ের দোকানে বসে।
ঘন্টার পর ঘন্টা কেটেছে,
আড্ডা চলেছে কষে।
কাজের কথাটা ভুলেগিয়ে সব,
রাজনীতি নিয়ে তর্ক।
পেটের নিচেতে পোড়াঝাল তার,
ঢেগরে উঠছে গন্ধ,।
তর্কের শেষে হায়,হায়,হায়,
কাজের বেলাটা সারা।
অধম জাতিযে এমনি করেসে,
:জীবন করছে পারা।
পাথর বাধবে পেটের তলেতে,
তবু-কাজের গতিতে মন্থর।
আবার বলবে এতোকাজ কেন?
মানুষ কি কনো যন্তর।
জেগে ওঠো জাতি সময় এসেছে,
দুর করো অলসতা।
পৃথিবীর বুকে নাম একে দাও
বাংগালি জাতির ধারা,।
পাথর পুড়ে মম হয়ে যাবে,
যদি থাকে হুকবল।
হারমেনে যাবে ভীতুর জাটকা,
পালাবেসে দুর্বল।।।।
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আমার মনে হয় কি ভাইয়া। আমরা একদিন ঠিক আমাদের স্থান পেয়ে যাবো। একদিন ঠিক সপ্ন পুরন হবে।।। শুধু আমাদের কলমটাকে চালিয়ে যেতে হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই অলসতা দূর করার বিকল্প নেই।ওটার জন্য আমরা উন্নতিতে করতে পারছি না।