![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।
আমরা নতুন। যথাযথ সম্মান করি আমাদের বিবেক যারা এতোকাল ধরে সাহিত্যের ধারাকে আজ আধুনিক ধারায় নিয়ে এসেছে। আমরা নতুন প্রান। আমরা নতুন কিছু করতে চাই। বাংলা এবং বাংলা সাহিত্যকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক সম্মানের চুড়ায়। আমরা যারা নতুন করে লিখতে শুরু করেছি তাদের অনেক ভুল হতে পারে , বা হবে। পুরাতনদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের লেখা দেখুন, পড়ুন, আমাদের ভুল গুলো ধরিয়ে দিন।
আমাদের লেখায় মন্তব্য করুন। মনে রাখবেন আপনার একটি উৎসাহমূলক মন্তব্য একজন তরুন লেখকের গতি দিগুন করে দেবে। তার মনের প্রশান্তির বদলোতে সে আরও ভালো কিছু উপহার দিবে। একটা মন্তব্য দিতে হয়ত আপ্নার কিছু সময় ব্যায় হবে কিংবা কিছু কিলোবাইট নেট পুড়বে, কিন্তু আমি হলফ করে বলতে পারে আপনার সেই একটু সময় ব্যায়ের কারনে একজন তরুন লেখকের মুখে হাসি ফুটবে। আমরা নতুনরা সবসময় তোমাদের উৎসাহের আশার রইলাম। আসুন আমরা যারা ব্লগ লিখি তারা সবাই চেষ্টা করি নতুন লেখকদের লেখা পড়তে। অনেকের মধ্যে প্রতিভা আছে। প্রতিটা লেখার শেষ পড়ুন। শুরুতে একটুখানি পড়ে ভাল লাগলোনা, বাদ দিয়ে দিলেন এমন না। সে কি বলতে চাই বোঝার চেষ্টা করুন। যদি ভালো লাগে তাকে উৎসাহ দিন ভালো না লাগলে তাকে ভালো। করে লিখতে বলুন। দয়া করে কেউ নতুন্দের পোস্ট ইগনোর করবেন না। সবাইকে ধন্যবাদ।।
২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নতুনদের মাঝে অনেক ঘাড় ত্যাড়া থাকে। অনেক মূর্খও থাকে যারা নিজের অক্ষমতা স্বীকার করে না। ফলে অন্যদের সঙ্গে নানা ক্যাচালে জড়ায়। মাল্টি নিকে ফিরে আসে।
অন্যদের পোস্ট পড়েন আগে। মন্তব্য করেন। নয়তো কে জানবে আপনি ব্লগে আছেন। অনেক সময় পোস্ট চোখে পড়তে নাও পারে।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২২
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আপনার কথা মতো আমি সারাদিন অনেকের লেখা পড়েছি। আর নিজের ভুল্গুলো সুদরানোর চেষ্টা করেছি। আমি আপনার ছোটো ভাইয়ের মতো ভুলত্রুটি হয়ে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে সুদরে দেওয়ার আনুরোধ জানালাম। ভালো থাকবেন।
৪| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: জুলিয়ান সিদ্দীকি ভাই সুন্দর উপদেশ দিয়েছেন।
উনি একজন সিনিয়র ব্লগার।
সবারই উৎসাহ প্রয়োজন আছে।
সঙ্গে আছি।
৫| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০
জাফরুল মবীন বলেছেন: সবাই একদিন নতুন ছিল এবং সবাই একদিন পুরোনো হবে।তবে ব্লগে প্রতিষ্ঠা পেতে হলে অবশ্যই নতুন চিন্তার ভাল পোষ্ট লিখতে হবে এবং ধৈর্য্য ধরতে হবে।অন্যদের পোষ্ট পড়ুন এবং অন্য ব্লগারদের সাথে সম্পর্ক তৈরী করুন।দেখবেন ব্লগিং আনন্দময় হয়ে উঠবে।এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম।
হিমেল আপনি মন্তব্যের উত্তর দেওয়ার জন্য মন্তব্যকারীর বক্সের ডানদিকের উপরের কোনায় যে সবুজ/কচি কলাপাতা রঙের তীর চিহ্নটি আছে সেটা ক্লিক করুন এবং তাতে যে বক্স আসবে তাতে আপনার উত্তরটা লিখুন।এভাবে উত্তর লিখলে কেবল তখনি মন্তব্যকারীর কাছে নোটিফিকেশন যাবে যে আপনি তার মন্তব্যের উত্তর দিয়েছেন।
শুভ হোক ব্লগিং।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ভাইয়া এভাবে লিখতে হবে?
৬| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: শেদ্ধেয় জুলিয়ান সিদ্দিকী, ভাই। আপনার কথা আমার অনেক ভালো লাগলো। আমি এখানে ততুন তাই আপনার উপদেশ আমার মনে গেথে নিবেন। আমাকে আপনার একটা ছোটো ভাই মনে করে আমার ভুল গুলো সুদরে দিবেন। আপনার মুল্যবান কথার জন্য ধন্যবাদ
৭| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: শ্রদ্ধেয় সেলিম আনোয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ
৮| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আপ্নাকে অনেক ধন্যবাদ শ্রধ্যেয় জাফরুল মবিন ভাই
৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১২
সুমন কর বলেছেন: আপনি যার মন্তব্যের উত্তর দিবেন, তার ডান পাশে মাউস নিলে, দেখতে পাবেন, মন্তব্যটির উত্তর দিন। তাহলে উনি বুঝতে পারবেন, আপনি প্রতিউত্তর দিয়েছেন।
সবাই একদিন নতুন ছিল। আস্তে আস্তে পুরনো হয়েছে। বিভিন্ন ভাল ব্লগারের পোস্টে মন্তব্য করুন। তাহলে সবাই জানবেন, আপনি নতুন হয়ে এসেছেন।
হ্যাপি ব্লগিং........
১০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭
কালীদাস বলেছেন: গত কয়েক বছরে একটা বাজে ট্রেন্ড হয়ে গেছে, সবাই লেখে, কেউ পড়ে না। আপনাকেও বলব, আগে পড়ুন সবার লেখা, কম্যুনিটি ব্লগিং কি বোঝার চেষ্টা করুন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্লগার হিসেবে ডেভেলপমেন্টটা।
১১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৭
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আপনারা সবাই যেভাবে পাশে এসে দাড়িয়েছেন তাতে সত্যি আমার অনেক ভালো লাগছে। আমি অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ কালিদাস দাদা। আমি আপনাদের সবার ছোটো ভাই। সেভাবে আমাকে শিখিয়ে নিবেন। দাবি নিয়ে বলছি।
১২| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২১
জাফরুল মবীন বলেছেন: হ্যাঁ হিমেল আপনি যেভাবে আমার মন্তব্যের উত্তর দিয়েছেন সেটাই সঠিক পদ্ধতি।আমি কিন্তু ছোটবেলার ঈদের গল্প নিয়ে একটা সংকলন করতে যাচ্ছি।এ সংক্রান্ত একটা পোষ্ট আজ দিয়েছি।আপনি আপনার শৈশবের ঈদ নিয়ে মজার কোন গল্প লিখে পাঠান সেটা আমি সংকলনে দিয়ে দেব।এতে আপনি অনেক ভাল লেখকদের লেখা একসঙ্গে পড়তে পারবেন এবং আপনার লেখাও তারা পড়বেন।নিয়ম-কানুন পোষ্টে দেওয়া আছে।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৮
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আপনাদের সবার সহযোগীতা সত্তি আমার খুব ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি এতোটা আপন করে নিবেন। আমি আপনার পোষ্টটি দেখেছি শ্রধ্যেয় জাফরুল মবিন ভাই। আশা করছি কিছু লিখবো। ভালো থাকবেন
১৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮
রাজিব বলেছেন: নতুন আর পুরাতন বলে কিছু থাকা উচিৎ নয়। এখানে সবাই ব্লগার- এই একটা নীতি থাকা উচিৎ। যাদের ভেজাল ও ক্যাচাল করার সখ থাকে তারা নতুন হলেই কি আর পুরনো হলেই কি। যদিও সামু ব্লগের সবচেয়ে পুরাতন রেজিস্টার্ড ব্লগার বোধহয় আমি এখন (সাড়ে আট বছর), কিন্তু আমি ব্লগে নিয়মিত ১ মাসও হয়নি। তাই সে অর্থে নতুন ব্লগার আমি।
আমার মনে হয় ২-৩ টি নিয়ম ও নীতি অনুসরন করলে নতুন ব্লগাররা অনেক সহজে সবার সঙ্গে মিশে যেতে পারবে।
১। একটু কষ্ট করে ও সময় দিয়ে নিজের সেরা লেখা দেবার চেষ্টা করা। তাতে করে পোস্ট যারাই পড়বে, তারা আপনাকে কিছুটা হলেও সন্মান ও সমীহ করবে। দিনে একটা পোস্ট না দিয়ে সপ্তাহে ১ টা পোস্ট দিন।
২। নিজের পোস্টে ১ টা কমেন্ট করলে অন্যের পোস্টে ২ টা বা ৩ টা কমেন্ট করুন। তাতে করে আপনাকে খুব সহজেই অন্যেরা চিনে যাবে এবং পছন্দ করবে।
৩। ক্যাচাল করার মানসিকতা যতটা সম্ভব এড়িয়ে চলুন- বিশেষত ব্যাক্তিগত ক্যাচাল। এখানে আমরা কিছুটা সময় কাটাতে আসি, শিখতে, শেখাতে এবং বিনোদনের জন্য আসি।
১৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ধন্যবাদ। রাজিব ভাইয়া। অনেক সুন্দর করে আমাকে ছোটো ভাইয়ের মত পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।
১৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল আপনার কথা। সুস্থ ব্লগিং আরও বিকশিত হোক এই কামনাই করি।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: নতুনের মাঝে পাই বিজয়ের আভাস
একদিন ওড়াই গড়বে নব ইতিহাস
পোস্টে শুভেচ্ছা +