নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের খেয়া

হিমেল হাসান কাগজের খেয়া

খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।

হিমেল হাসান কাগজের খেয়া › বিস্তারিত পোস্টঃ

মিশ্রিত প্রনয়

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

সে আসে, সে যায়।

তার স্বপ্নে আমি ঘুরে বেড়ায়।

তার অনুভুতির পরতে পরতে, মিশে যায় আমি।

মিশে যায় তার গতিহীন চলার পথে।

যেখানে শেষ হয় তার স্বপ্নের চলা।

সেখানে দাড়িয়ে থাকি আমি।

ও এসে, ছুয়ে দেয় আমায়।

আমি পূর্নতা পায়।

শুরু হয় প্রনয়, শুরু হয় আমাদের বিচরন।

সবুজ ঘাসের বুকচিরে।

লজ্জিত হয় কদম ফুল। ঝরে পড়ে পাতা।

জড়িয়ে যায় তার চুলে,

আমার গতিহীন চলার সাথির ছুয়ে দেয় শরির।

আমি বিমুগ্ধ হয় হলুদ ফুলের দোলায়।

হয়ে যায় আমাদের মিশ্রিত প্রনয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.