নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের খেয়া

হিমেল হাসান কাগজের খেয়া

খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।

হিমেল হাসান কাগজের খেয়া › বিস্তারিত পোস্টঃ

মর্মান্তিক একটি ঈদ, একটি দুঃখময় ঘটনা

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ঈদের আগের দিন, রাত তখন ১০ টা বাজে। আব্বু আমাকে ডেকে বলল, বাবু মোড়ের উপর গরু জবাই করা হয়েছে, আমি টাকা দিয়ে এসেছি তুমি গিয়ে দশ কেজী মাংস বুঝে নিয়ে আসবা। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আমি চলে গেলাম মাংশ নিতে। গিয়ে দেখি পাশাপাশি দুইটি গরু জবাই করা হয়েছে।

কষাইরা মাংশ কাটছে, আর যার যা অর্ডার সে অনুযায়ী ভাগ করছে। আমি যাওয়া মাত্র একজন আমাকে বলল আপনি একটু দাড়ান আপনার টা সবার আগেই রেডি করে দিচ্ছি। আব্বু সম্মানী মানুষ বলে সবাই আমাকে ও সম্মান করে। সেই কারনেই উনার এই বিষেশ ভক্তি। আমাকে আবার উনি বললেন যে ভাইয়া আপনি চা খান আমি এনে দিচ্ছি। আমি বললাম লাগবে না। কিন্তু সে শুনলো না। চা এনে দিলো।।। আমি চা খেয়ে একটা সিগারেট জালিয়ে পাশে দাড়ালাম হঠাৎ দেখলাম গাছে কালো এক্টি গরু বাধা। এবং গরুটির দুই পাশে দুইটি গরু জবাই করা হয়েছে ওর সামনেই, আর তা এখন বন্টন করা হচ্ছে তারই সামনে । আমার ফোনের ফ্লাশ লাইট টা জালিয়ে দেখলাম গরুটি কাদছে। তার দুই চোখ দিয়ে অঝরে জ্বল ঝরছে। দৃশ্যটি দেখে আমার ভীষন খারাপ লাগল। এক মুহুর্তের জন্য ওর যায়গায় নিজেকে দাড় করিয়ে ভাবলাম। সামনে মৃত্যু নিশ্চিত জেনেও কিছু করার নেই। তার উপর তার সামনেই গরু জবাই করা হয়েছে। ভীষন খারাপ লাগল এই দৃশ্য, । ঈদ মানুষের জীবনে ঠিক যতটা আনন্দ এনে দেয় এই পশুদের জন্য এনে দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট। জানি এই নিয়ম পাল্টানো সম্ভব নয় কিন্তু আমার মতে কনো পশুর সামনে অন্য কনো পশু জবাই করা ঠিক না। এইসব ভাবতে ভাবতে আমার এবারের ঈদ গেলো। মাংশ তো বাসায় নিয়ে এসেছিলাম কিন্তু এবারের ঈদে আমি মাংশ খেতে পারলাম না।।। কেনো জানি না বার বার শুধু ওই গরুটির কান্না আমার চোখের সামনে ভাশছিল।দৃশ্যটি যে কতটা মর্মান্তিক ছিলো তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারা যাবে না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২০

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম! এমনি হয়, শুনেছি গরুরা নাকি আগের রাতেই টের পায় ....

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আমিও গল্পে শুনেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভাইয়া। ভালো থাকবেন।

৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: আমাদের ছোটবেলায় কোরবানির গরু আগেভাগেই কেনা হতো । ওটাকে ঠিকঠাক মত খাইয়ে তাজা বানানো হতো। কোরবানির দিন সকালে ওটাকে গোসল করিয়ে দেওয়া হতো। মাঠে দাড়িয়ে দেখতাম ওই দৃশ্য । গরুটি একাকী কাদছে , খারাপ লাগতো। মা বলতেন ওরা বুঝে যায় যে আজ ওদের জবাই হবে।
কি করুন দৃশ্য।

১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৩

মুদ্‌দাকির বলেছেন: এই কাজ করায় নিষেধ আছে, কেন যে অনেকেই মানে না !!!!!! ????

৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

শেখ মফিজ বলেছেন: গরুর ও অনূভূতি আছে ।
আমি এও দেখেছি
পাশে একটা গরু জবাই হয়েছে,
কিন্তু অন্যটি খড় খাচ্ছে ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই হৃদয়বিদারক।ওভাবে গরু জবাই করা অনুচিৎ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.