নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের খেয়া

হিমেল হাসান কাগজের খেয়া

খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।

হিমেল হাসান কাগজের খেয়া › বিস্তারিত পোস্টঃ

Warning..!! পথে বের হলেই প্রাণহানির সম্ভাবনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

ছোটো বেলায় ভয় পেতাম ভুতের গল্প শুনে। ভয় পেতাম দাদুর মুখে নানান রকম রাক্ষস, রাক্ষসীর, গল্প শুনে। রাতের বেলা বাইরে বেরোতে গেলে গা ছমছম করতো এই বুঝি জান যায়। বয়সের সাথে সাথে সেই ভয় কাটিয়ে উঠেছি। ঘরের বাইরে বের হতে শিখেছি। আস্তে আস্তে বুঝতে শুখেছি। কিন্তু এখন সেই ভয় যেনো আবার ফিরে আসছে। পথে বের হতে ভয় পাই। স্বাধীনভাবে কথা বলতে ভয় পাই। ভয় পাই নীজের জীবন নিয়ে। এ কোন দেশে বাস করছি যেখানে দিনের বেলাই বের হতে ভয় হয় ? এ কোন রাক্ষসী যারা দিনে দুপুরে মানুষের প্রান কেড়ে নিচ্ছে? এটাই কি তাহলে স্বাধীনতা? সেখানে মানুষের কনো স্বাধীন চেতনা থাকবে না? বাহ ! ভাবিতেই অবাক লাগে এই সেই সোনার বাংলা যার জন্য লক্ষ মা বোন তার ইজ্জত হারিয়েছে, লক্ষ মা তার সন্তান, লক্ষ ভাই তার সহধর, লক্ষ বোন শিথির শিদুর। দেশটা কি মগের মুল্যক হলো? একদল মানুষ এসে বলছে জ্বালাও পোড়াও, আর একদল, এসে বলছে রুখে দাড়াও। আর আমরা তাই করছি। হয় জ্বালাচ্ছি নাহলে রুখে দাড়াচ্ছি। যাই করছি লাভ কিন্তু তাদের দুয়ের এক ভোগ করছে। তাহলে আমরা কি? একবার ভাবুন তো? দেখুন সহজভাবে ভাবলে দেখা যায় আসল ছাগল আমরা। যারা নাচতে অভ্যাস্ত। যেই জিতুক যেই হারুক, যেই লাভ ভোগ করুক আর যেই লোকসান ভোগ করুক তাতে আমাদের কি? আমাদের কাজ তো নাচা তাই না? আমরা নেচেই যাবো। এভাবে নাচতে নাচতে একদিন দেখবেন নিজের নাচার যায়গাটুকুও নেই। একদল এসে বলবে শালা বস। বসে পড়তে হবে, আর একদল এসে বলবে শালা দাড়া, আমরা তাই করবো। এভাবে আর কতদিন ? কতদিন ভয় বুকে নিয়ে বাচব? জন্ম থেকেই তো কিছু না কিছুর ভয় পেয়ে যাচ্ছি। আমরা আর এসব চাই না। আমরা শান্তি চাই। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি চাই। একদল ধর্ম নিয়ে স্বার্থ সিদ্ধি করছে, অন্য দল তাদের ভারসাম্যহীনতা কাটাতে চাইছে। কিন্তু আমরা এসবের কিছুই চাই না । আমার ধর্ম আমি নিজেই পালন করতে জানি তার জন্য যে জিহাদ করতে হবে তাতে মানবতা ক্ষুন্নি হবে না। কারো প্রান নিয়ে না বরং ক্ষমাকরেই ধর্ম প্রতিসঠা হবে। দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না যে যার মতো চলবেন। আমাদের বাচতে দিন। আপনারা এমন একটি সমাজব্যাবস্থা তৈরি করুন যেখানে মানুষকে মানুষ ভালোবাসবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

নিলু বলেছেন: হবে বলে মনে হয় না , লিখে যান

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: সম্ভব অসম্ভবের কথা জানি না। তবে চেষ্টা তো চালিয়ে যেতে হবে তাই না? ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.