নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকড়সা

আকড়ে আছি আষ্টেপৃষ্ঠে....

মেডিকো মাকড়সা

দেশকে ভালবাসি.।.।.।

মেডিকো মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

তবুও এগিয়ে যাই..................

০২ রা মে, ২০১৩ দুপুর ১:২৭

কলেজ চলছে পুরোদমে, ভালো লাগছে না কিছুই। অনেকদিন ধরে বাসায় যাই না। প্রতিদিন লেকচার, ওয়ার্ড, টিউটোরিয়াল এ স্যার/ম্যাডামদের মুক্তা ঝরা হাসির সাথে আদর মাখানো, চোখ রাঙ্গানো হুমকি সহ্য করতে করতে মনে হয়, এটা কি রোবটিক্স এর সেই ভবিষ্যত চলে এলো নাকি? কিন্তু পরক্ষনেই নিজের গায়ে চিমটি দিলে যখন NeRvOuS SYSTEM ঠিকমত কাজ করে, তখন বুঝি- নাহ, মানুষই তো আছি। কিন্তু কাদের মধ্যে আছি? তাঁরাই কি মানুষ না? নাকি মানুষরূপী রোবট? তাঁরা কি কখনোই চিন্তা করেন না যে, তারাও এক সময় ছাত্র/ছাত্রী ছিলেন? তাদেরও একটা পরিবার আছে অথবা ছিল !!!!!



এখন গাইনী ওয়ার্ড চলে আমার,আগামীকাল(শনিবার) ovarian টিউমার Present করার কথা। Absent থাকলে or Present থেকে না পারলেও ম্যাডাম আমাদের ৫ টা করে Percentage কেটে নিয়ে নিজের “পিন্ডি” তে লটকাবেন। এটা না করলে আবার ওনার Digestive system কাজ নাও করতে পারে। ক্ষোভ নাই, দুঃখ লাগে, এত Rules দিয়েও ঠেকাইতে পারলেন না...হা হা হা। কাঁচাকলা খান...digestive কেন, সব সিস্টেম ই কাজ করবে। তখন মনে মনে বলি “ওরে, এটা কি আপনার বংশগত সম্পত্তি???



এই গেল একজ্বালা, আরেক জ্বালা তো এখনো বলাই হয়নি। আরো আছে কিছু গোবেচারা, তাদের চোখে সে তার ব্যাচে সবচেয়ে কম পড়ে, কিন্তু সবচেয়ে ভালো তাকে পারতেই হবে। একদিনে যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হত, ওরা আল্লাহ এর কাছে হাত তুলে বলত আরেকটু বাড়ায়ে দিলা না ক্যান???? দরকার হলে কোন vacation এর সময়

আম্মা/ বোন কে বাসা থেকে হোস্টেলে নিয়ে এসে রান্না করিয়ে খায়। আমি sure বাসর ঘরে ঢুকে ওরা নতুন বৌ কে বলবে “আপনি একটু বসেন, আমি Bailey & Loves টা একটু দেখে আসি”। তবে হ্যা, আমার মতে, ওরা কিন্তু আঁতেল না, আইতল্যা......



ডিসেম্বর এর পর গতকাল যখন বাসায় আসার জন্য গাড়িতে উঠলাম, তখন অন্যরকম একটা উত্তেজনা কাজ করছিল মনের মধ্যে। আর মনে হচ্ছিল, যাহ্ সালা...পারলে ঠেকা......!!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.