![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০০ সালঃ বৃত্তি পরীক্ষা সামনে,
তবে তার আগে ঈদ। আব্বু আম্মু বললেন
বৃত্তি না পেলে কিন্তু মান সম্মান কিছুই
থাকবে না। তুমি যে স্কুলের ভাল ছাত্র
ছিলে তার একটা প্রমাণ কিন্তু এটা। ছোট্ট
মানুষ, পুচকি মন আমার। আমি কি আর অত
বুঝি যে, এটাই শুরু!!!!!!!!সুতরাং ঈদ এবারের
মত বাদ।
২০০৩ সালঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা,
আগে পূজার ছুটি। “বৃত্তি না পেলে হবে বল
বাবু, তোমার কেমন লাগবে অন্যরা যখন
বৃত্তি পেয়ে নাচানাচি করবে??”
আমি ভাবলাম “আরে তাইতো,
আমি বৃত্তি পাবো নাতো কে পাবে??
কিসের পূজা কিসের ঈদ, আগে পড়াশোনা।”
২০০৬ সালঃ “জীবনের এটাই কিন্তু প্রথম
পরীক্ষা যেটাতে সার্টিফিকেট দিবে, এই
সার্টিফিকেটই কিন্তু সারাজীবন
তোমাকে বয়ে বেড়াতে হবে,
সুতরাং তোমার ভাল তুমিই এখন
ভালো বুঝবে।” ভাবলাম, কিসের ঈদ!!!
রেজাল্ট ভালো করলে এমন ঈদ কত আসবে।
২০০৮ সালঃ “এই পরীক্ষার ফলই জীবনের
বাকি রাস্তাটা দেখিয়ে দিবে, এখন
রাস্তা চেনার দায়িত্ব তোমার।” SO, বাদ
ঈদ।
২০০৯ সালঃ এবার কিছু
কাউকে বলতে হয়নি, একা একাই বুঝে গেছি।
২০১১ সালঃ এই প্রথমবার একটু সুযোগ
পেলাম, সামনে কোন পরীক্ষা নেই,
পেছনে ফেলে এসেছি...FIRST
PROFESSIONAL দিয়ে ফেলেছি। খিকজ......
২০১৩ সালঃ SECOND PROFESSIONAL
দিচ্ছি, সামনে এখনও তিনটা সংলাপ (VIVA)
বাকি...বুঝতেই পারছেন অবস্থাখান
কি চলতাছে...কিছু কইলাম না। শুধু
কইতাছি “এইডা কিন্তু 2ND PROF”
আরেক একখান কথা কই, যাদের জন্মদিন
বছরের মাঝখানে বা জুন, জুলাই বা আগস্ট
মাসে, তারা মেডিকেলে পড়তে আসার
আগে একটা বন্ড সই দিয়ে আইসেন যে,
আপনার জন্মদিন আর কখনও বাড়িতে পালন
কইরবেন না( মানে করতে পারবেন না)। আর
বছরের পর বছর ঘুরবে, আর আপনি জানবেন
“সেদিন আমার জন্মদিন ছিল, ভুলেই
গেছিলাম।” ব্যাপার না, next time….
এই “next time….”কথাটা অনেকবার বলেছি,
তাই আবারও বলে দিলাম।
সামনে তো এখনও কত সময়
বাকি...........................
©somewhere in net ltd.