নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকড়সা

আকড়ে আছি আষ্টেপৃষ্ঠে....

মেডিকো মাকড়সা

দেশকে ভালবাসি.।.।.।

মেডিকো মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

শুক্রবার সকালে আবির সাহেব বরাবরই একটু

দেরী করেই ঘুম থেকে ওঠেন। সারা সপ্তাহের

অফিসের অবিশ্রান্ত খাটুনি শেষে তাই আজকের

দিনটা মোটামুটি তাই একটু উতসব মুখর। তারপরেও

আজ একটা বিশেষ দিন। আয়োজনস্বরুপ গতকাল

অফিস থেকে ফেরার সময়েই একটা ৩ পাউন্ডের

কেকের অর্ডার দিয়ে এসেছে ও। সুতরাং আজ একটু

আগেই উঠতে হল ইচ্ছে না হলেও। নাহলে,

ওদিকে আবার একজন মুখ গোমড়া করে বসে থাকবে।

কিন্তু সেই গোমড়আ মুখ দেখার ক্ষমতা নিয়ে আবির

ওর সামনে যেতে পারবে না। সুতরাং যা করতে হবে,

ঝটপট। ঘুম থেকে তড়াং করে লাফ দিয়ে উঠে ফ্রেশ

হয়ে রান্নাঘর গোছালো, গতকাল

আনা বাসা সাজানোর জিনিসপত্র দিয়ে ওর

ঘরটা সাজিয়ে ফেলল। সব গোছগাছ

করতে করতে দুপুর। এবার হাল্কা কিছু খেয়ে একটু

রেস্ট। বিকাল ৫ টা বাজতেই দরজা জানালা সব বন্ধ

করে দিল আবির সাহেব, লাল নীল সবুজ রঙের

বাতিগুলো জ্বালিয়ে দিল, তারপর

কেকটা এনে টেবিলের উপর রাখলো।

ততক্ষনে ওকে এনে চেয়ারে বসিয়ে দিয়েছে আবির।

তিনটা মোমবাতি জ্বালিয়ে দিল,

হাতে একটা প্লাস্তিকের চাকু। Happy birthday to

u, Happy birthday to u, Happy birthday to u

বলে আস্তে আস্তে কেকটা কাটলো ওর সামনেই।

তারপরই হু হু করে কেদে উঠলো বাচ্চা ছেলেদের মত

করে, ওর চেয়ারের উপর

রাখা ছবিটা বুকে জড়িয়ে ধরে...

গতবার গ্রামে বেড়াতে গেলে আনিকা বাড়ির পাশের

পুকুরে ডুবে যায়, যখন পাওয়া গেছিলো তখন

আনিকা আর আনিকা ছিল না, অন্যকিছু ছিল। আজ

আনিকার ৩য় জন্মদিন হতে পারত...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.