![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁর লেখা পড়ে ভবঘুরে ছেলেটা টিউশনির টাকা দিয়ে হলুদ পাঞ্জাবী কিনে রাস্তায় নেমে পড়ে, বাবা-মায়ের আহাল্লাদি মেয়েটা বৃষ্টিতে ভিজতে ভিজতে নির্বিকার চিত্তে হেঁটে চলে, বোকা বোকা চেহারার ছেলেটা মোটা ফ্রেমের চশমা কিনে দুনিয়া দেখতে চায় শুভ্রর চোখ দিয়ে। আবার পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটা আঙুলে চেইন ঘুরিয়ে ভুল ইংরেজি বলে বাকের ভাইয়ের মত। অনেকের কাছে পাগলামি বলে মনে হলেও এই গুলো 'হুমায়ূন গ্রস্থতা'! হুমায়ূন সাহিত্যের ভক্ত অথচ নিজেকে একবারের জন্য হলেও হিমু, বাকের ভাই, শুভ্র, আনিস, বাদল, ফরিদ, বারসাত, নবনী, মৃন্ময়ী, নবনী, রূপা, জরি ভাবে নি এমন মানুষ খুব কমই আছে!শুধু মাত্র লেখার জাদু দিয়ে এতো মানুষকে আচ্ছন্ন করে রাখা এই জাদুকরের আজ (১৩/১১/১৯৪৮) জন্মদিন।
শুভ জন্মদিন,হুমায়ূন আহমেদ.......
©somewhere in net ltd.