![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫/৭ টা ল্যাপটপ, শ'খানেক মোবাইল যদি প্রতি বছর হোস্টেলের রুম থেকে চুরি হয়, তাহলে কারই বা মাথা ঠিক থাকে। আমরা মেডিকেল student বা ডাক্তার যাই হই না কেন, সারাদিন রাত যতই কষ্ট করিনা কেন, রোবট তো এখনো হইনি, মানুষই তো আছি। পাশের বস্তির চোর এসে আমাদের রুমে রুমের দরজা আস্তে করে টান দিয়ে দেখবে খোলা আছে কিনা, আর আমরা তা সুন্দর করে দেখবো, খুলতে না পারলে খুলে দিব সাথে লাল গালিচা অভ্যর্থনা জানাবো, আলমারি, ড্রয়ার এর চাবী খুজে না পাইলে তা খুজেও দিব, টাকা চাইলে তা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকব, এটাই কি সবাই আশা করে?? পাশের গলি থেকে মৃতপ্রায় চোর আমাদের হোস্টেলে এসে মারার আগেই মরে গেছে, আর দোষ সব আমাদের। আমরাই নাকি পিটিয়ে মেরে ফেলছি। আসে পাশের রাস্তায় মেডিকেল ছাত্র দেখামাত্র পিটানোর খবর পাওয়া যাচ্ছে মাঝে মাঝেই, রেলষ্টেশন, বাসষ্ট্যাণ্ড যেখানে যতগুলো আছে সবখানেই ওদের ওত পেতে থাকার খবর আসছে প্রতি মুহূর্তেই। তাহলে আমরা করবো টা কি? শুনলাম হোস্টেল খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কলেজ প্রশাসন থেকে, মেনে নিলাম, মজাও পেলাম, অনেকদিন ছুটি পাইনি, বাসা থেকে ঘুরে আসতে পারব। কিন্তু আমার সিনিয়র ভাই যারা ফাইনাল প্রফ দিচ্ছে তাদের কি হবে, বিডিএস এর যে ছোট ভাইরা ১ম বা ২য় প্রফ দিচ্ছে তাদের কি হবে??? ডাক্তার হয়েও মারা, ডাক্তার হতে এসেও মারা, প্রতিয়তই খাচ্ছি, খেয়েও যেতে হবে এটাই স্বাভাবিক। দেশের লোকজনের রক্ত জল করা টাকাই পড়ছি আমরা, দেশের মানুষ তো টাকার খেল দেখাবেই। কিন্তু এভাবেই কি চলবে? আজ আমার বন্ধুকে ড্রেনে ফেলে বাশের লাঠি দিয়ে পিটিয়েছে, আমার হাতে বাশের বাড়ি দিয়েছে, কষ্ট করেই দিয়েছে, তাই না?? আগে থেকে জানলে পিঠ পেতে দিতাম, দেয়া উচিতও, দেশের মানুষ বলে কথা, আমরা আবার কে, ফালতু ধ্বজভঙ্গ ডাক্তার সমাজ। আবার নিচে হাত দিয়ে পরীক্ষা করে দেখবেন না আবার, আপনার সবকিছু ঠিক আছে কিনা। দেখে আবার মিচকে হেসে ভাববেন "ধুর্, যার যা হয় হোক, আমার কি!! আমি তো ঠিক আছি। হা হা হা, ভালো ভালো। কিন্তু সেদিন আমিও হাসব, যেদিন আপনার কিছু হবে। মনে রাখবেন, সেদিন কিন্তু বেশি দুরে না। আজ আমরা খেলাম, কিছু বললেন না, ওরা সাহস পেলো, কাল আপনি খাবেনই...mind it.
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
মেডিকো মাকড়সা বলেছেন: ঠিকই বলেছে.।
২| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: নিজেদের একটা প্রশ্ন করুন প্লিজ। আজ এই পরিনতির জন্য ডাক্তাররা নিজেরা কতটুকু দায়ী? টাকা সবার দরকার কিন্তু ইতর-বিশেষ তো থাকবে।
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
মেডিকো মাকড়সা বলেছেন: চোরের চুরি করার পিছনেও যদি ডাক্তারের হাত থাকে, তাহলে আমার কিছু বলার নেই, যা বোলার আপনিই বলুন।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: "আমরা আবার কে, ফালতু ধ্বজভঙ্গ ডাক্তার সমাজ। আবার নিচে হাত দিয়ে পরীক্ষা করে দেখবেন না আবার, আপনার সবকিছু ঠিক আছে কিনা। "
আমি চোরের চুরি করার কথা বোঝাইনি। বলেছি উপরের অংশ টুকুর কথা, আজ সমাজ আপনাদের প্রাপ্য সন্মান দিচ্ছে না, রাস্তায় মরে পড়ে থাকলেও আপনাদের দোষ দিচ্ছে, নিজেদের এই পর্যায়ে নামানোর জন্য আপনারাই দায়ী।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৩
নীলাবেশ বলেছেন: কারো সময় নাই।
সবাই সবার ধান্দা নিয়া ব্যাস্ত।