![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের পরিবার সংক্রান্ত সকল সমস্যায় একুশে টেলিভিশন এর “তবুও বাঁধন” অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আপনার সাথে আছি...আমি “রোকেয়া প্রাচী” এবং আমার সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাঃ অমুক এবং ডাঃ তমুক(দুজন ডাক্তার খুব ভাব নিয়ে ক্যামেরার দিকে তাকালেন!)। সংসারে মনোমালিন্য সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য ফোন করুন ......৮৩........ এই নাম্বারে। এই মূহুর্তে একজন আমাদের লাইনে আছেন, তার সাথে কথা বলে নেয়া যাক...
=হ্যালো
-হ্যালো, জ্বি বলেন, শুনতে পাচ্ছি আপনার কথা। কি সমস্যা আপনার?
=আচ্ছা। আমার সাথে স্বামীর মনোমালিন্য.....ব্লা ব্লা ব্লা ব্লা
-ব্লা ব্লা ব্লা?
=ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা
-এবার ডাক্তার অমুক কিছু বলবেন।
==আমার মনে হচ্ছে, আপনার স্বামীর কোন একটা মানসিক সমস্যা আছে, যার জন্য আপনাকে ছেড়ে অন্য নারীর দিকে ঝুকে পড়ছেন বা আপনাকে তালাক দিয়ে বা না দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছেন। খুব শীঘ্রই একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করলে ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ...
মন্তব্যঃ আমি আসলে মন্তব্য কে ২ টা ভাগে ভাগ করতে চাচ্ছি।
১) ডাক্তার মিডিয়াতে কেন? নাকি টেলিভিশন চ্যানেলে ডাক দিলে মাথা ঠিক রাখা দায় হয়ে যায়? “আর কাউকে তো ডাকেনি, আমাকে ডেকেছে, বুঝতে হবে।” ওজন কি একটু বেড়েছে? শরীরের ওজন না কিন্তু। আমরা যে হলুদ সাংবাদিকতা আর কালো মিডিয়ার বিরুদ্ধে এক হতে চেষ্টা করছি, তাতে আপনি কি করলেন, স্যার? আমার ফেবু লিস্টে আছেন একজন এমন ডাক্তার, কয়েকদিন পর পরই যিনি স্ট্যাটাস মারেন “I am on channel I at 11 pm today” “I am on atn bangla today at 10 pm” বলি, লজ্জা করেনা?
২) এখানে রোকেয়া প্রাচী কেন? (হতে পারে, উনি অনেক বিখ্যাত, তো?) কারন উনার নিজের স্বামীকেই তো নিজে বেধে রাখতে পারেন নি। উনার স্বামী আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনাকে তালাক না দিয়েই তো হুমায়ুন আহমেদের মেয়ে শীলাকে বিয়ে করেছেন। অবশ্য শীলার ব্যাপারে আমার কিছু বলার নেই। ওটা রক্তের দোষ... আর এটাই আমাদের দেশে এটাই একটা প্রকট সমস্যা, যে লোক যে কাজ করার যোগ্য না, তাকে সেই কাজ করতেই বসানো হয় বা তারাই বসেন। ঘুষখোরকে ঘুষ ধরার কাজে, চোরকে চোর ধরার কাজে আর দূর্নীতিবাজকে দূর্নীতি দমন কমিশনে...ওয়াও ওয়াও ওয়াও...
কয়েকদিন আগেই, সম্ভবত রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী স্বস্বাস্থ্য হেলিয়ে দুলিয়ে ঘোষনা দিলেন গ্রামে চিকিৎসা ব্যবস্থা উন্নয়েনের জন্য তিনি সবরকম সুযোগ সুবিধা ডাক্তারদের দেবেন, কমপক্ষে তিন বছর গ্রামে থাকার সুব্যবস্থা(!) করবেন, এমনকি গ্রামে চলার জন্য যানবাহনও দিবেন,(দ্বিচক্রযান, না ত্রিচক্রযান সেটা কিন্তু বলেননি, পদচালিত নাকি যন্ত্রচালিত সেটাও না)। আর পোস্টিং এর ব্যাপারে কোন তদবিরে কাজ হবে না। যখন যার সময় হবে, দেয়া হবে ঠিক জায়গায়। এ ব্যাপারেও কিছু বলবো না, শুধু জানিয়ে রাখি, আমার খুব কাছের এক ভাই গতপরশু দিন তদবির করে লাখ খানেক টাকা খরচ করে ঢাকাতে পোস্টিং নিয়েছেন। নিরাপত্তার খাতিরে নাম টা আর বললাম না।
ক) স্বাস্থ্য সেবার মান কিভাবে বাড়ানো যায়
খ) ডাক্তারদের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায়
গ) সাংবাদিকদের মত হাবলা*দা রা যাতে ডাক্তারদের কাজে ঝামেলা করতে না পারে, সে জন্য কি কি ব্যবস্থা নেয়া যায়
এসব না ভেবে নিজের আঙুল দিয়ে পিছন থেকে থলথলে জিনিসের রাস্তা বন্ধ করার চেষ্টা করছেন? কেন?
মন্ত্রী মহাশয়, গ্রামে থেকে দুইদিন মন্ত্রীত্ব করেন না প্লিজ, সব সুবিধাই দেয়া হবে আপনাকে, যানবাহনসহ(!)...করবেন? নিজে তো ফুলে আছেন, পিছন দিয়ে ফাটিয়েই যাচ্ছেন, গন্ধ ছড়াচ্ছে কি না, বুঝতে পারছেন না??
এটাই হল আমাদের সমস্যা, নিজে সমস্যায় না পড়া পর্যন্ত কিছুই টের পায় না, যেমন পাচ্ছেন না টিভি চ্যানেলে ব্লা ব্লা করা ডাক্তার স্যার, পাচ্ছেন না মন্ত্রীজিও...
একটা কথা হল “যত গর্জে তত বর্ষে না”, আরেকটা কথা “অসাঢ়ের তর্জন গর্জন সাঢ়।” মনীষীরা এগুলো কিছু না খেয়েই বলেছিলেন। বুঝলেন কিছু?
©somewhere in net ltd.