![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ঘুম থেকে উঠেই যদি কেউ শোনেন, তার ছোট ভাই বা বড় ভাইকে কেউ কুপিয়েছে, রক্তটা কি গরম হয়ে টগবগ করে ফুটে উঠবে না? প্রতিশোধ নিতে ইচ্ছে করবে না? যে কুপিয়েছে, ইচ্ছে করবে না তাকে কোপাতে?
যদি তাই করে থাকে, তাহলে কেন এইসব অজুহাতের ভণ্ডামী? কেনো এইসব “খুচরা” আন্দোলন? একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর প্রশাসন থেকে নিরাপত্তা দিয়েই যাচ্ছে, আর ঘটনাগুলো হয়ে যাচ্ছে ইতিহাস, পরবর্তী ঘটনার উৎসাহ। ঢাকা ভার্সিটির একজন ছাত্রের সামনে খুব কাছাকাছি এসে বাস থামাইছিলো বলে ৩০/৪০ টা বাস “নাই” হয়ে গেছিলো। ওরা ওদের ছোট ভাই বা বড়ভাই বা ব্যাচমেটের মৃত্যর আশঙ্কায় এই কাজ করেছিলো। সেখানে আমাদেরকে কোপানো হয়েগেছে, তারপরেও কোন ভ্রুক্ষেপ নেই কারোর, আর হবেই বা কেন? আমাদের তো কোন ক্ষতি হয়নি, যা হয়েছে ত্বকীর হয়েছে, কার কি যায় আসে তাতে। যার যায়, সে আর তার পরিবারই শুধু জানে, কি গেলো।
মৌমাছির চাকে ঢিল ছুড়লে বা একটা কাককে মারলে কি হয় সেটা তো আমরা জানি। এর কারন ওরা অসভ্য প্রানী, হিতাহিত জ্ঞান নেই। তাই দল্বেধে ঝাপিয়ে পড়ে সঙ্গীর বিপদে। আর আমরা মানুষ, দুঃখিত, আমরা ডাক্তার, সমাজে সবচেয়ে সভ্য প্রানী, হিতাহিত জ্ঞান সমৃদ্ধ। তাই মুখ বুজে সব সহ্য করি। অসীম আমাদের সহ্যক্ষমতা...
একটা বিড়াল যখন ইদুর নিয় খেলে, অন্যান্য ইঁদুরগুলো হয় পালায় অথবা দূরের গর্ত থেকে উঁকি দিয়ে দেখে, খেলাটা কেমন চলছে। আমাদের অবস্থা কি এর চেয়েও খারাপ???
মাঝে মাঝে অসভ্য হতে ইচ্ছে করে, মাথা উচু করে তো বাচতে পারবো।
একটু আগে আমাদের বয়েজ হোস্টেলের পশ্চিম ভবনের টিভিরুমে প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান স্যার,অধ্যাপক ডাঃ মহসিন খলিল স্যার, ডাঃ শহীদুল বাশার স্যার, ডাঃ শ্যামল স্যার, ডাঃ আনোয়ারা ম্যাডাম, ডাঃ ওয়াসিম স্যার এবং মমেকহা এর পরিচালক বিগ্রেডিয়ার ফসিউর রহমান স্যার ছাত্রদের সকল ব্যবস্থাপনা ও দাবীর পক্ষে কথা বলেন এবং অতিদ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
সর্বশেষ খবরঃ ত্বকীর MRI, CT Scan, X-Ray রিপোর্ট হাতে পাওয়া গেছে। আল্লাহর রহমতে তার জীবন আশঙ্কামুক্ত। কিন্তু Cervical 2,3 level Spinal Contusion ধরা পড়েছে। আমাদের সৌমিত্র স্যার অন্যান্য সিনিয়র নিউরোসার্জনদের সাথে এ ডায়াগনোসিস করেন। আগামী ৩৬ ঘন্টা পরে Spinal Shock কেটে গেলে এ ব্যাপারে আরও স্বচ্ছ ধারনা পাওয়া যাবে। তার ফুসফুসও আশঙ্কামুক্ত। দুর্বৃত্তরা তার গলায় পিছন থেকে যে কোপ দেয়, সেটাই এখন সবচেয়ে আশঙ্কার কারন। আগামীকাল সকালে মেডিকেল বোর্ড বসে পরবর্তী চিকিতসাপন্থা নির্ধারন করবেন।
[সোর্সঃ @Golam Rabby Chowdhury]
ত্বকী অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার লাইব্রেরী বসুক, দেখা হওয়া মাত্র লাজুক হাসি দিক, এবং প্রতিবারের মত MMCPL এ প্রতিপক্ষের বুক কাপিয়ে দিক, এই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে সবসময়।
©somewhere in net ltd.