![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোষ টা আসলে কার? ?
অবশ্যই আমাদের।
আমরা সবসময় নেগেটিভ টাই আগে গ্রহন করি।
ছোট বেলায় অনেক বাংলা ছিনেমা দেখতাম।
মজাই লাগত।
তেমনি একদিন ছিনেমা দেখার পর এক বন্ধু কে জিজ্ঞেস করলাম "আচ্ছা তুই অভিনয় করলে কি হবি '
সে বহুত ভেবে উত্তর দিল 'আমি ভিলেন হবো"
আমিতো অবাক।
জিজ্ঞেস করলাম কেন?
সে বলল 'ভিলেন হলে আর কিছু না হোক নায়িকা অথবা অন্য কাউকে একবার রেইপ করার সুযোগ পাব।
আমি টাস্কিত।
ওইযে , আমাদের নেগেটিভ টা নেওয়ার স্বভাব।
আমরা চিন্তা করি পজেটিভ ভেবে নায়ক হয়ে লাভ কি?
পুরো ছিনেমা তে কষ্ট করে শেষমেষ হ্যাপি এন্ডিং হলে তখন একটু হাসিমুখে ফ্যামিলি ফটো তোলা যায়।
আর ভিলেন হলে সারা ফ্লিমে সেই একরকম প্রভাব বিস্তার করা যায়। পুরা দুনিয়া কাঁপে আমার কথায়।
একই জিনিস হচ্ছে যখন আজকাল আপুরা হিন্দি সিরিয়াল দেখে পজেটিভ না নিয়ে নেগেটিভ টাই নেন।
উনারা যতই নায়িকাদের ফ্যান হোন না কেন?
একটা সময় উনারাও বুঝতে পারেন নেগেটিভ চরিত্রে যে অভিনয় করছে যদিও তাকে দেখতে খারাপ লাগে কিন্তু পুরা সিরিয়ালে উনিই একমাত্র উনার কুটনামির কারনে সুখে থাকেন। আর যিনি নায়িকার ভূমিকায় থাকেন উনি পদে পদে অপদস্থ ও অপমানিত হোন।
আর এই কারনেই আমাদের পরিবার গুলোতে এখন হাজার টা ঝামেলা। কারন আমাদের আপুনিরা তিন বেলা সিরিয়াল হজম করে কুটনামি ছাড়া প্রাপ্তির খাতায় আর কিছুই যোগ করতে পারেন নি।
হিমুকে এখন আপনার অনেক খারাপ মনে হলেও মিথ্যা কিছু বলছি? ?
প্রব্লেম হলো বাস্তব জীবনে সবাই ভিলেন হতে চাই। নায়িকা কিংবা নায়ক হয়ে কেউ পুরো জীবন কষ্ট করতে চাইনা।
কিন্তু আমরাই সবাই ভুলে যাই। একটা সময় শেষে ভিলেন রা ইতিহাস হয়ে যায়। সমাজও তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করে।
আসুন পজিটিভ ভাবি, পজিটিভ কাজ করি।
আর কিছু না পান।
নিজের কাছে কখনো হেরে যাবেন না।
ধন্যবাদ
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১
হিমালয় রানা হিমু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম।