নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমালয় রানা হিমু

হমম। নিজের অস্তিত্ব প্রমান করার জন্যই আসা। ভাল কিছু লেখা যেন উপহার দিতে পারি। সেই দোয়া করবেন।

হিমালয় রানা হিমু › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারী মানেই কি ভালোবাসা দিবস??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

হ্যালো, হিমু ভাই
-হমম বল
-ভাই ফেব্রুয়ারি মাস তো আইয়া পরসে।
-তো আমি কি করমু?
-না হিমু ভাই,একটু টিপস লাগবে.
-কিসের টিপস?
কিভাবে শুদ্ধ ও প্রমিত বাংলায় কথা বলা যায় সেটা??
-ধুর না ভাই, তুমি তো জানো নতুন রিলেশন। ভ্যালেন্টাইন ডে তে কি করব সেই টিপস দাও।
-ফোন রাখ ********

হায়রে প্রজন্ম।
আমাদের প্রজন্ম ফেব্রুয়ারি বলতে ভ্যালেন্টাইন বুঝে।

ভাষা দিবস?
এইটা আবার কি? ?

ভাষা শহীদ? ?
সালাম,রফিক,জব্বার ,বরকত
নামগুলা খুব অপরিচিত মনে হয়।
রাষ্ট্রভাষা বাংলা চায়।
মিছিল ,পুলিশের গুলি,রক্ত কিংবা লাশের গন্ধ।
আমরা কিছুই অনুভব করতে পারি না।
আমাদের বোধ শক্তি লোপ পেয়েছে।

আমরা শহীদ মিনারে জুতা খুলে উঠতে ভুলে যায়।
কিন্তু ১৪ই ফেব্রুয়ারি তে প্রিয়তমার জন্য ফুল কিনতে ভুলি না।

প্রিয়তমার প্রাইভেট আছে তাই
সকাল বেলা প্রিয়তমাকে দেখার জন্য ৬/৭ টায় ঘুম থেকে উঠে যায়।

কিন্তু সকাল বেলা প্রভাতফেরী তে যেতে আমাদের যত বাজে ঘুমের অজুহাত।

যে মানুষ গুলা এই বাংলা ভাষার জন্য জীবন দিল তাদের জন্য আমাদের হ্রদয়ে শ্রদ্ধা অনুপুস্থিত।

তাদের স্মৃতিতে বানানো শহীদ মিনার গুলা আড্ডা আর সিগারেট খাওয়ার স্থানে পরিনত হয়েছে।

হে ভাষা শহীদগন, এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি লজ্জিত।

আমরা কখনোই তোমাদের প্রাপ্য সম্মান তোমাদেরকে দিতে পারিনি।।

অপসংস্কৃতি আমাদের গ্রাস করেছে।

পরবর্তী প্রজন্ম তোমাদের চিনবেও না।
আর এর জন্য দায়ী থাকব আমরা।

আসুন।

নিজেদের এই দায়বদ্ধতা থেকে মুক্ত করি।
শুধুমাত্র প্রোফাইল পিক পরিবর্তন করে শহীদ মিনারের পিক দিয়ে নিজেদের দায়মুক্তি করা যায় না।
প্রকৃত সম্মান টায় প্রদর্শন করুন।

রক্তের রং যেমন লাল সকালে জেগে উঠা সূর্য ও লাল।

রক্তের দাগ মুছে সূর্য হয়ে জেগে উঠি।

জাগো প্রজন্ম জাগো

ভাষা আন্দোলনের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেয়।

ভাষা শহীদ দের ত্যাগ ও বিসর্জন আমাদের অনুপ্রেরণা হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.