![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেট্রোল বোমা শুধু শরীর টাই পোড়ে নাহ।
সেই সাথে পোড়ে যায় অনেক গুলা স্বপ্ন।
কিন্তু স্বপ্নরা বেচে থাকতে ভালবাসে।
স্বপ্নের অনাকাঙ্ক্ষিত মৃত্যু চাই না।
চাইনা মানুষের বারবিকিউ।
বেচে থাকা তো আমাদের অধিকার তবে সেই অধিকার কেউ কেন কেড়ে নিবে।
প্রতিটা মৃত্যুই দু:খজনক।
খুব খারাপ লাগে যখন মৃতদেহ গুলা নিয়ে নোংরা রাজনীতি করা হয়।
আমরা অসহায়।
আমাদের সামনে ওরা বুক উচু করে বলে "কিসের পরীক্ষা, কার পরীক্ষা? আন্দোলন চলবে'
আবার আপনারাই ক্ষমতায় গেলে চিল্লান "শিক্ষা জাতির মেরুদন্ড,শিক্ষাক্ষেত্রে আরো উন্নতি করতে হবে."
মানায় না আপনাদের মুখে।
ক্ষমতাই সবকিছু? ?
যন্ত্রনায় যারা কাতরাচ্ছে তাদের কষ্ট কখনো অনুভব করার চেষ্ঠা করেছেন?
স্বজন হারানো মানুষ গুলোর অশ্রুজলে লবনের পরিমান কত বেশি তা বুঝতে পেরেছেন কখনো।
চোখে টিনের চশমা দিয়ে আর কতদিন থাকবেন।
বাচ্চাগুলা কি দোষ করেছে।
আপনাদের মানবতা বোধ এতটাই বিলুপ্ত তা বুঝতে পারিনি।
সময় আমাদেরও আসবে।
প্রত্যেকটা লাশের হিসাব দিতে হবে।
এই দেশের মানুশের পোড়া লাশের উপর দাড়িয়ে আপনারা নৃত্য করবেন তা কখনো হবেনা।
এইরকম শত হিমুর অন্তরে আগুন জ্বলছে। একদিন বিস্ফারণ হবেই। অপেক্ষার প্রহর গুনুন।
#say_no_to_terrorism
©somewhere in net ltd.