নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমালয় রানা হিমু

হমম। নিজের অস্তিত্ব প্রমান করার জন্যই আসা। ভাল কিছু লেখা যেন উপহার দিতে পারি। সেই দোয়া করবেন।

হিমালয় রানা হিমু › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ করুন, নইতো মুখ লুকান

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

"হিরো"

আজকাল সবাই হতে চাই।

আর যেভাবেই হোক
মেয়েদের গায়ে হাত তুলে হিরো হওয়া যাবেনা।

রাস্তায় ছেলে মেয়ের গেঞ্জাম দেখলে আমরা দাড়ায় দাড়ায় তামাশা দেখি।

ছেলে টা মেয়ে টাকে থাপ্পড় মারার পরেও আমরা নির্বাক দাড়িয়ে থাকি।
পরের থাপ্পড় টা আরো কত জোরে মারবে সে আশায়।

বিবেক তো শূন্যের কোটায় এসে থেমে গেছে।

কিন্তু যতটুকু বিবেক আছে তা দিয়েও এইসব অবিচার থামানো সম্ভব।

আপনি এগিয়ে আসেন।
দেখবেন আরো অনেকেই এগিয়ে আসবে।

প্রথম পদক্ষেপ নেওয়া টাই আসল কাজ।

হিরো যখন হতে চান।
ভালো কিছু করে হিরো হোন।

আর যারা মেয়েদের গায়ে হাত তুলে হিরো হতে চান, তাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না।

কারন আমি হিমু মানুষ কে নিয়ে মন্তব্য করতে পছন্দ করি। পশু দের নিয়ে নাহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.