![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যখন বলি আমরা সেমিফাইনাল খেলব তখন আমাদের মাঝে কেউ কেউ ভাবেন আমরা একটু বেশিই আবেগ প্রবন হয়ে যাচ্ছি।
বাস্তবিক ভাবে আমাদের সেই ক্ষমতা নেই।
কিন্তু কেন নেই? ?
আমাদের পেসার রা তাদের সবথেকে ভাল সময় পার করছে। সবসময় বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে কথা বলা হয়েছে।
কিন্তু তারা এবার তাদের অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে।
প্রত্যেক ম্যাচে গতির দিক থেকে আমাদের পেসার রা এগিয়ে থাকে।
আর আমাদের স্পিন আক্রমণ নিয়ে কারো প্রশ্ন তোলা টা বোকামি হবে।
সবাই ভাল করে জানে এই জায়গাতে আমরা কত শক্তিশালী।
এবার আসুন ব্যাটিংয়ে।
আমাদের ব্যাটিং নিয়ে সবসময় বলা হত যে একটা আউট হইছে তো ওইটার পিছনে আরও কত গুলা আউট হবে।
কিন্তু আমরা এবার তিন টা শত রানের পার্টনারশিপ করে দেখিয়েছি।
ক্রিজে কিভাবে টিকে থাকতে হয় শিখেছি।
বলা হয় আমাদের ধারাবাহিকতা নেই
গত চার ম্যাচে মুশফিকের ব্যাটিং দেখার পর এই প্রশ্ন তোলা টা বোকামি
কেউ না কেউ নিয়মিত দলের হাল ধরছে।
এইবারের বিশ্বকাপে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ টাও ঘুচে গেলো।
আমরা এবার বিশ্বকাপের দ্বিতীয় এবং আমাদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছি।
এরপরেও আমাদের ব্যাটিং নিয়ে কারো কিছু বলার আছে বলে মনে হয় নাহ।
টিম স্পিরিট দেখেন।
এরপরেও যে দলে মাশরাফির মত বিচক্ষণ অধিনায়ক আছে আর সাকিবের মত ট্রাম্প কার্ড আছে যে কিনা যে কোন মূহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেই দলের সেমিফাইনাল যাওয়া টা কাল্পনিক কেন হবে?
আর ১৬ কোটি মানুষের ভালোবাসা যাদের সাথে আছে তাদের হারানো এত সহজ নাহ।
আমরা সেমিফাইনালে যাব
পুরোটা বাস্তবিক।
আর এটাই হবে।
আর আমি হিমু আশা রাখি আজকে যেভাবে বিজয় মিছিল বের করেছি ভবিশ্যতেও এরচেয়ে বড় উপলক্ষ এনে দিবে আমাদের টাইগাররা।
স্বপ্নবিলাসী আমরা এমন স্বপ্ন দেখতেই পারি।
©somewhere in net ltd.