নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমালয় রানা হিমু

হমম। নিজের অস্তিত্ব প্রমান করার জন্যই আসা। ভাল কিছু লেখা যেন উপহার দিতে পারি। সেই দোয়া করবেন।

হিমালয় রানা হিমু › বিস্তারিত পোস্টঃ

আইসিসি ও কলকাতার দাদাদের প্রতি খোলা চিঠি

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩১

ডিয়ার আইসিসি,

হইতবা ক্রিকেট মানেই আপনাদের কাছে কাড়ি কাড়ি টাকা
কিন্তু ক্রিকেট আমাদের কাছে অক্সিজেন।
জানি আপনারা অনেক বিশাল, আপনাদের পরিধি ও গভীরতা অনেক বেশি। মহাসাগরের মত। এই মহাসাগর টাকা দিয়ে পরিপূর্ণ করার মত টাকা হইত আমাদের নেই।
কিন্তু আমাদের আবেগ ভালোবাসা তো এত টা মূল্যহীন হতে পারেনা।

জানেন
আমাদের পাশের বাসার পিচ্চি টা আমাকে কি বলে?
বলে " হিমু ভাই একটা মাটির ব্যাংক কিনে দেন না?
আমি অবাক হয়ে বলি কেন??
উত্তরে সে বলল " ২০১৯ সাল প্রযন্ত মাটির ব্যাংকে টাকা জমাবো। তারপর তা চোরা আম্পায়ার দের দিয়ে দিব। যেভাবেই হোক ২০১৯ বিশ্বকাপ আমাদের হওয়া চাই।"

আমি নির্বাক, আমি স্তব্দ।

আপনারা মানুষজকে নৈতিকতা হারাতে বাধ্য করছেন।
ভেবেছেন কি?
প্রতারনা করে আমাদের দমিয়ে রাখতে পারবেন? ?
তাহলে এই দেশের ইতিহাস ভালো করে জেনে আসুন।
এই জাতি বীরের জাতি।
এই জাতি কখনো হারতে শিখেনি।
যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে এক হাত উড়ে গেছে। তাতে কি হয়েছে ? আরেক হাত তো আছে। সেই হাতেই শত্রুপক্ষ কে গ্রেনেড ছুড়ে মেরেছে।
এই জাতি শুধুমাত্র নিজের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়ে আসে।
এই জাতি ১৯৭১ এ হাসতে হাসতে ৩০ লক্ষ প্রান বিলিয়ে দেয় তবুও অন্যায় আর অত্যাচারের কাছে মাথা নত করেনা।
এই জাতি কে এত সহজে কেমনে হারাবেন??
এত সহজ নাহ।
ক্রিকেট যখন আমাদের অক্সিজেন আর এই জাতি এই অক্সিজেনের অভাব যখন অনুভব করবে তখন ঠ্যালা বুঝবেন।
শত সমস্যায় জর্জরিত দেশ টা যখন ক্রিকেটের মাঝে একটুকখানি প্রশান্তি খুঁজে নিয়েছে সেই মূহূর্তে এই প্রহসন টা না করলেও পারতেন।

আপনারা গতবছর বলেছিলেন আমাদের আর টেস্ট খেলতে দিবেন না। পুরো জাতি এর প্রতিবাদে রাজপথে নেমে গিয়েছিল।
আমি হিমু নিজেও সেদিন প্রতিবাদ মিছিলে তীব্র প্রতিবাদ জানিয়ে পত্রিকার নিউজ হয়েছিলাম।
আমাদের কে সূর্যসৈনিক বলা হয়।
আমাদের জাগাবেন না।
সূর্যের আলোতে হাত ঝলসে যাবে।

আর প্রিয় কলকাতার দাদারা,

আপনাদের আর কি বলবো??
আপনাদের সবসময় নিজেদের কাছের কেউ ভাবতাম।
কিন্তু আপনারা বুঝিয়ে দিলেন " বাঙালী আর বাংলাদেশী এক নাহ"

ধন্যবাদ
নিজেদের মুখোশ উন্মোচন করার জন্য।
জানেন এই দেশের অধিকাংশ মানুষ সাকিবের জন্য আপনাদের কলকাতা সাপোর্ট করেনা। আপনারা বাঙালী, আপনারা আমাদের মত করে কথা বলেন, সংস্কৃতি এক তাই আপনাদের সাপোর্ট করেছি।

কিন্তু আজ আপনারা আপনাদের জাত চিনিয়ে দিলেন ।
আপনাদের ক্রিকেটার রা খারাপ খেললে আপনারা স্টেডিয়ামে আগুন জ্বালিয়ে দেন(১৯৯৬)
আমাদের কাছে হেরে গেলে ক্রিকেটার দের বাড়িতে হামলা করেন (২০০৭)
আপনারা সভ্য হবেন কবে??
কবি তো আর এমনি এমনি বলেন নি যে "আজীবন বাঙালী করে রেখেছ তবে মানুষ করোনি"

হ্যা, সেটাই।
আপনারা মানুষ হতে পারেন নি।


পরিশেষে এইটুকুই বলব " আমাদের ক্রিকেট নিয়ে এই প্রহসন বন্ধ করুন।
আমাদের ক্ষেপাবেন নাহ।
আমরা বীরের জাতি।
১৬ কোটি বাংলাদেশী যেকোন মূহূর্তে দেশের সম্মান বাঁচাতে ঝাপিয়ে পড়তে প্রস্তুত। আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আসুন
দেখে যান আমরা আমাদের বীরদের কিভাবে বরণ করি।

আমরা আমাদের ক্রিকেটার দের যে পরিমাণ ভালোবাসা দিয়ে বরণ করবো তা অন্য কেউ বিশ্বকাপ জয় করেও পাবেনা।
কারন আমরা তাদের হৃদয়ে রাখি।

#keep_calm_and_Love_Bangladesh_cricket_Team <3

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.