![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো পায়ে হাঁটি, কখনো বা রিকসায় ,সত্যিই অনেক বেশি একা ।
পিচ্চির নাম মামুন ।খুব বেশিদিন হয়নি তার সাথে আমার পরিচয়ের ।আসলে ঐ ক্যান্টনে খাওয়াদাওয়া করতাম ঠিকই তবে সে আসল অল্প কয়দিন হল,কিন্তু এই অল্প কয়দিনের মাঝেই তার সাথে আমার ব্যাপক সখ্যতা ।বড়জোর থ্রী কি ফোরে পড়ে ।ক্লাস ব্রেক এ টুকটাক ঝাল নাস্তা (সিঙ্গাড়া,সমুচা )আর সবশেষে এককাপ চা।উফফ্ কি চা টাই না বানায় !!! এককথায় অসাধারণ।ক্যাম্পাসের অন্য কোন জায়গায় চা খাই না খাই তার ছোট দোকানটাতে চা না খাইলে যেন ভাতই হজম হয়না।
আজকে কাহিনী হইল কি রাতের খাবার খেয়েই গেলাম তার দোকানে।উদ্দেশ্য একটাই!চা,তা ও শীতকাল বলে কথা।বরাবরের মতই কিছু বলার অপেক্ষা রইলনা,আমি গেলাম আর সে বলে ভাইয়া একটু দারান,চা দিতাসি।পাশে দুজন ও অবশ্য চা এর অর্ডার করেছিল।একটা বিষয় লক্ষ্য করলাম,আমার সামনে দিয়ে আগে তাদের চা দিচ্ছে(যদিও আমি তাদের আগেই বলেছিলাম)
কিছু না বলে নিশ্চুপ দাড়িয়ে রইলাম।ওদের চা দেয়া শেষে মামুন বলে আপন্যেরটা একটু পরে,ভালো কইরা বানান লাগবোতো।যাক কিছুক্ষণের মধ্যেই সে চা নিয়ে হাজির হল।মুখে তার মৃদু হাসি। চা এ চুমুক দিতেই
“ভাইয়া চা কেমন হইসে”? মাথায় হাত বুলিয়ে বললাম হুম্ম অনেক অনেক ভালো হইসে।ওরে তার খুশি যেন আর ধরেনা।
সত্যিই ভালো লাগল ভীষণ!
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
জাহিনের ভুবন বলেছেন: পিচ্চি মামুন কেই আমার দরকার।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
চাঙ্কু বলেছেন: কুন ক্যাম্পাস?