![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো পায়ে হাঁটি, কখনো বা রিকসায় ,সত্যিই অনেক বেশি একা ।
ফেসবুকে কোন একটা পেজ এ লেখাটা দেখলাম- প্রায় অনেকখানি আমার সাথে মিলে গেল তাই শেয়ার করলাম আপনাদের সাথে
৩টা টিউশনি করে রাতে যখন বাসায় ফিরি,
প্রচন্ড
জ্যাম হয়ে থাকে মাথা। মন
হালকা করতে গুনগুন
করে প্রিয় কোন সুর ভাজি।
টুং টাং করে কয়েকটা রিকশা পাশ
ঘেষে চলে যায়।
কেউ কেউ জিজ্ঞাসা করে 'যাইবেন?' আমার
খুব
ইচ্ছা করে একটা রিকশাতে লাফ
দিয়ে উঠে পড়ি।
এরপর আরাম করে বাতাস খেতে খেতে বাসায়
ফিরি।
কিন্তু ভাড়াটা ৪০টাকা! আর বাস ভাড়া? মাত্র
৫
টাকা। হা হা হা!!
একটু আরাম করার জন্য ৩৫ টাকা খরচ করা?
মধ্যবিত্তের জন্য এত আরাম আসেনি।
ঠেলাঠেলি করে বাসে উঠি। খুব চেষ্টায়
থাকি জানালার পাশে একটা সিট পেতে।
কখনো পাই,
কখনো পাই না। মিশরের মমি হয়ে যখন
ঘরে ফিরি,
আম্মা বলে, 'যাক এলি, অনেক টেনশন
করতেছিলাম।'
মনে মনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়ার
সুখটা অনুভব করি। ৩৫ টাকার আফসোস আর
থাকে না।
গভীর রাতে ঘুমোতে গেলে আমার সাথে সাথেই
ঘুম
আসে। ধনীদের ইনসমনিয়া রোগ আমার নেই।
আমি মধ্যবিত্তের ছোট সুখী রাজপুত্র।
লিখা: অনিকেত (হলুদ পাঞ্জাবি)
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৫
হিমু্_017 বলেছেন: কি হইসে ভাই?? কান্দেন ক্যান্
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১
বাংলার হাসান বলেছেন: আম্মা বলে, 'যাক এলি, অনেক টেনশন
করতেছিলাম।'
মনে মনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়ার
সুখটা অনুভব করি। মধ্যবিত্ত পরিবারের সুখটা মনে মনেই থেকে যায় সারাটি জীবন। (দীর্ঘশ্বাস ফেলার ইমো হইবেক)
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
হিমু্_017 বলেছেন: হুমম ভাই সহমত
৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: শেষ কথাটা হক কথা। ধনীদের মত আমাদের ইন্সমনিয়া নাই, তাই সুখের ঘুম ঘুমাই।
৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
হিমু্_017 বলেছেন: একদম ঠিক বলেছেন নাজিম ভাই
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখা।আমাদের মতো অনেকের সাথেই মিলে যায়।তবে যেমনই আসি তার জন্য আলহামদুলিল্লাহ ||
৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
হিমু্_017 বলেছেন: জি ভাই শুকরিয়া
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২
মিজভী বাপ্পা বলেছেন: হুমম