![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো পায়ে হাঁটি, কখনো বা রিকসায় ,সত্যিই অনেক বেশি একা ।
ঘুম আসছেনা
বারবার এই গানটাই শুনছি আর হারিয়ে যাচ্ছি সেই বিদেশিনীর কাছে---
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥
তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে,
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥
যদি শুনতে চান তবে
ক্লিক করুন
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১
হিমু্_017 বলেছেন: হুম বুঝলাম । এখন চোখ বন্ধ কইরা গানটা শুনেন ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৪
বেঈমান আমি. বলেছেন: হুম রবি একজন লুল ছিল।সবাই মাইকেল মধুসুদনরে দোষ দেয়।বাট রবি যে কি পরিমান লুল ছিল তার কথা কেউ বলেনা।আর্জেন্টিনার মেয়েরে নিয়া গোপন কল্পনা।
রবি কইছে ৭ কোটি সন্তানেরে রেখেছো বাংগালি করে মানুষ করনি?তার মানে বাংগালি মানুষ না?
রবি প্রেমিরা প্রতিবাদ করবে বাট ইটস ট্রুথ।