![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো পায়ে হাঁটি, কখনো বা রিকসায় ,সত্যিই অনেক বেশি একা ।
প্রিয় ব্লগারবৃন্দ, শুভ সন্ধা।
আয়কর সম্পর্কিত আমার কিছু প্রশ্ন ছিলো, যদি কেউ বিষয়গুলা ক্লিয়ার করতেন উপকৃত হতাম
১। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছি নভেম্বর ২০১৭ এ, আমার কি ২০১৭-১৮ অর্থবছরে আয়কর জমা দিতে হবে?
[ উল্লেক্ষ্যঃ আয়করের বাৎসরিক আয়ের শর্ত অনুযায়ী উপযুক্ত! ]
২। ই-টিন এ কি আমি তত্থ্য আপডেট করতে পারব? যেমন আমার ট্যাক্স সার্কেল পরিবর্তন হয়েছে, বর্তমান ঠিকানা পরিবর্তন হয়েছে। ওয়েবসাইটে দেখলাম পরিবর্তন করা যায়, এ পরিবর্তনে কি কোন সমস্যা হবে? বা আবার কি কোম্পানিতে জানাতে হবে? কারন এখানে যে ই-টিন জমা দেয়া আছে তা আগের প্রতিষ্ঠানের তত্থ্য অনুযায়ী!!
ধন্যবাদ সবাইকে
২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
হিমু্_017 বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল আপনার মন্তব্যের জন্য। আমি কি তবে ই-টিন এর তথ্য আপডেট করে ফেলবো অনলাইনে?
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬
কে ত ন বলেছেন: ১। নভেম্বর ২০১৭ থেকে জুন ২০১৮ পর্যন্ত আপনার করযোগ্য আয় যদি আড়াই লাখ টাকার বেশি হয়, তবে আপনাকে আপনাকে আয়কর দিতে হবে।
২। সমস্ত তথ্য আপডেট করে কোম্পানিকে জানান। তাঁকে কোম্পানির কিছু এসে যাবেনা। আপনার রিটার্ন আর কোম্পানির রিটার্ন আলাদা জোনে সাবমিট হবে।
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
হিমু্_017 বলেছেন: ধন্যবাদ কে ত ন
৫| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি আপনার এলাকার সিটি করপোরেশন অফিসে যান।
তাদের সাথে আলাপ করলেই সব বুঝতে পারবেন। জানতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই করা যাবে তবে সমস্ত তথ্য দিয়ে
সঠিক স্হানে যেতে হবে ।
আয়কর জমার জন্য ভালো উকিলের পরামর্শ নিন ।