নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

হিরক রাজা

হিরক রাজা › বিস্তারিত পোস্টঃ

মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা নন : শেখ মুজিবকে ঘোষণা করা হোক

২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৫

মহাত্মা গান্ধীকে আদৌ কখনও জাতির জনক খেতাবে ভূষিত করা হয়েছিল কি-না, ১০ বছরের এক বালিকার এমন প্রশ্নের জবাব দিতে হন্তদন্ত গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রীর দফতর থেকে এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ঘুরপাক খেয়েছে ভারতের জাতীয় আর্কাইভে। শেষতক আর্কাইভ থেকে ঐশ্বর্য পারাশার নামের ষষ্ঠ শ্রেণীর ওই বালিকাকে জানিয়ে দেওয়া হলো, 'তেমন কোনো দলিলপত্র বা তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।'



এ খবর এপ্রিল মাসের। এরপর কেটে গেছে আরো ছয় মাস। অবশেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহাত্মা গান্ধী দেশটির 'জাতির জনক' নন। ভারত সরকারের পক্ষ থেকে কোনোদিনই তাকে এ উপাধি দেয়া হয়নি। এ সম্পর্কে একটি ভুল ধারণা থেকেই এতদিনের পুরনো বিশ্বাসটি তৈরি হয়েছিল।



খবরটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। ভারতের মত একটি বিশাল দেশ পিতৃপরিচয়হীন থাকবে এটা কি মেনে নেয়া যায়? এ অবস্থায় একটা কাজ করা যায় কিনা ভেবে দেখবেন। ভারত তো আমাদের বন্ধু(!) রাষ্ট্র। তাছাড়া বঙ্গবন্ধুকেও বাংলাদেশের সব মানুষ জাতির পিতা মানতে চায় না। তাই বলছিলাম, নয়াদিল্লির সাথে কথা বলে শেখ মুজিবুর রহমানকে ভারতবর্ষের জাতির পিতা ঘোষণা করা হোক।





মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৪

সরোজ রিক্ত বলেছেন: খবরটি পড়ে মনটা খারাপ হয়ে গেল। ভারতের মত একটি বিশাল দেশ পিতৃপরিচয়হীন থাকবে এটা কি মেনে নেয়া যায়? এ অবস্থায় একটা কাজ করা যায় কিনা ভেবে দেখবেন। ভারত তো আমাদের বন্ধু(!) রাষ্ট্র। তাছাড়া বঙ্গবন্ধুকেও বাংলাদেশের সব মানুষ জাতির পিতা মানতে চায় না। তাই বলছিলাম, নয়াদিল্লির সাথে কথা বলে শেখ মুজিবুর রহমানকে ভারতবর্ষের জাতির পিতা ঘোষণা করা হোক।

২| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৪

ফুরব বলেছেন: হাসি পাচ্চে।

২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৫

হিরক রাজা বলেছেন: কেন ভাই আমি কি হাসির কথা বলেছি? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কি ভারতের জাতি পিতা হওয়ার যোগ্যতা রাখেন না? হাসি থামিয়ে একটু নিরিবিলি ভেবে দেখবেন প্রস্তাবটা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৩

সবখানে সবাই আছে বলেছেন: গোলাপী ম্যাডাম ঈদ কাটাচ্ছেন মনমোহনের কোলে বসে। তাকে ভারত জাতির *****বোন ঘোষনা করা হোক।

২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৬

হিরক রাজা বলেছেন: হাসু বু তা হতে দেবে?

৪| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৯

সবখানে সবাই আছে বলেছেন: সূর্যের চেয়ে বালি গরম। গোলাপী ম্যাডাম এবার ডেস্পারেট। ক্ষমতায় থাকা অবস্থা গত তিন বছরে হাসিনার ১ বার ভারত সফর। কিন্তু গোলাপী ম্যাডাম এর এইবার নিয়ে হ্যাট্রিক হয়ে গেল। সমস্যা নাই পাকিস্তানের দালাল ট্যাগের সাথে ভারতের দালাল ট্যাগ, দুইটাই বিএনপি শুনবে আগামী কয়েক টার্ম।

৫| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৭

রোমান সৈনিক বলেছেন: বেটা রাম ছাগল।তোকে কুরবানি দেয়নায়? X(

৬| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৭

ফরিদ আলম বলেছেন: হুম....

৭| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৭

সেলিম জাহাঙ্গীর বলেছেন: মাথায় বুদ্ধি থাকলে এমন পোস্ট কউ লিখতো না। জাতীর পিতা কথাটার অর্থ জোঝবার বয়স হয়নাই আপনার। যে দিন আপনার জ্ঞান আসবে সেই দিন আপনি নিজেই বলবেন কি বোকা ছিলাম আমি।

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩

হিরক রাজা বলেছেন: আপনে একটু বুঝায়া কন দেহি! একট্টু জ্ঞান অর্জন করি।

৮| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬

ফুরব বলেছেন: মাথায় টাক থাকলে জাতির পিতা হওয়া যায় না। গান্ধী তাই ফেল মারছে-----হা হা হা হা :P :P :P :P :P :P :P :P :P

৯| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৮

জাহিদ গাছবাড়ী বলেছেন: ha ha ha,
<3 <3 <3

১০| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:২২

নাজমুল হুদা নাজ বলেছেন: ভারতের মত একটি বিশাল দেশ পিতৃপরিচয়হীন থাকবে এটা কি মেনে নেয়া যায়? এ অবস্থায় একটা কাজ করা যায় কিনা ভেবে দেখবেন। ভারত তো আমাদের বন্ধু(!) রাষ্ট্র। তাছাড়া বঙ্গবন্ধুকেও বাংলাদেশের সব মানুষ জাতির পিতা মানতে চায় না। তাই বলছিলাম, নয়াদিল্লির সাথে কথা বলে শেখ মুজিবুর রহমানকে ভারতবর্ষের জাতির পিতা ঘোষণা করা হোক।

সহমত।

১১| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৬

টারমিনেটর বলেছেন: প্রথমত বলে রাখি আমি প্রচন্দ রকম ভারত বিরোধী। কথা হল ধর্ম যেমন মন থেকে মানতে হয় তেমনি এসব ব্যাপারে সবার ঐকমত থাকতে হয়। ভারতে কিন্তু যেকোনো ধর্ম কিনবা দল মত নির্বিশেষে গান্ধীকে জাতির পিতা মনে করে। কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে অনেকেই বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে মন থেকে জাতির পিতা হিসাবে মানতে চায় না। কে হলে ভাল হয়, সে তর্কে আমি যাব না।

পোস্ট এর লেখক আমার জুতা মারতে্নে ইচ্ছা হয় এই জন্য যে নিজের পাছায় কত গু সেইটা না দেখে পরের পাছার গু নিয়া চিন্তা না করে কেমনে

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪০

হিরক রাজা বলেছেন: ভাই আপনি আমার পোস্টের মূল ম্যাসেজটা বুঝতে পারেন নি। তাই মাথা আউলায়া গেছে। আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমার তো অমিল দেখছি না!

১২| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩০

জিয়াউল হক বলেছেন: সেলিম জাহাঙ্গীর বলেছেন: মাথায় বুদ্ধি থাকলে এমন পোস্ট কউ লিখতো না। জাতীর পিতা কথাটার অর্থ জোঝবার বয়স হয়নাই আপনার। যে দিন আপনার জ্ঞান আসবে সেই দিন আপনি নিজেই বলবেন কি বোকা ছিলাম আমি।

তা সেলিম জাহাজ্ঞীর সাহেব, জাতির পিতা কাকে বলে, সেটা হবার যোগ্যতা কি কি, একটু যদি বুঝিয়ে বলতেন, তা হলে এ নাদানের খুব উপকার হতো। আপনার পক্ষ থেকে উত্তরের অপেক্ষায় রইলাম। ও হাঁ, জাতির পিতার আগে জাতি হয় কিসে, কারে জাতি বলে, জাতিত্ব কিসের উপরে গড়ে উঠে, জাতিসত্তার বৈশিষ্ঠ কি কি, সে বিষয়েও যদি কিছু বলতেন! জাতিই যদি না বুঝি, তা হলে জাতির পিতা বুঝব কেমনে? তাই না? দয়া করে একটু উপকার করবেন ভাই!!

১৩| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: জাতির পিতা, মাতা, নানা, নানী দিয়ে বাংলাদেশ ভর্তি করে ফেলা হোক।

২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৪

হিরক রাজা বলেছেন: বাংলাদেশের তো ভর্তি হয়েই আছে এবার প্রতিবেশি দেশে কিছু পাঠিয়ে দেন।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১০

আমার ইচ্ছে বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: জাতির পিতা, মাতা, নানা, নানী দিয়ে বাংলাদেশ ভর্তি করে ফেলা হোক।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

এবিডি বলেছেন: ইন্ডিয়াতে কোন সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে কাউকে জাতির পিতা বানালে অনেক লোক হয়তো তাকে বলবে জুতার ফিতা। সমস্যা এখানেই।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

তামিম হালদার বলেছেন:

১৭| ২৭ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

ফাহিম আহমদ বলেছেন: ভাই জাতির পিতা ছোট কাল থেকে জানতাম ইব্রাহীম (আঃ),,, এখন দেখি আরো হইতাছে,,, ;)

১৮| ০১ লা নভেম্বর, ২০১২ রাত ১০:৫৮

সেলিম জাহাঙ্গীর বলেছেন: ফাহিম আহমদ ইব্রাহীম (আঃ) ইসলামী জাতীর পিতা। কিন্তু ইব্রাহীম (আঃ) কে যদি আপনি বলেন সমগ্র জাতীর পিতা তাহলে এত ধর্ম থাকতো না। বিশেষ করে সনাতন ধর্মের মানুষ তাঁকে জাতীর পিতা মানবেন না। ঠিক তেমনী বঙ্গবন্ধুকে অন্য ভাষাভাসি মানুষ জাতীর পিতা মানবেন না। আর বঙ্গবন্ধু বাঙালী জাতীর পিতা। অন্য কোন ভাষা গোষ্ঠীর জাতীর পিতা তিনি নন। যে মানুষটির মাধ্যমে একটি ভাষা, একটি বাঙালী সংস্কৃতি ও বালাদেশের মানচিত্র রচিত হয়েছে সেই কারনে তাকে বাঙালী জাতীর পিতা বলা হয়। জিয়াউল হক আপনাকে নতুন করে বিষয়টি আর বলতে হেবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.