![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি। অপেশাদার ও হালকা। কিন্তু কিভাবে কি করবো কিছুই বুজতে পারতেসিনা
। খালি একটা জিনিসঈ জানি যে লাইসেন্স যদি করি ঘুষ ছাড়াই করবো।
এতে যতো দিন লাগে তো লাগুক। কিন্তু কিভাবে কোথা থেকে করবো এব্যাপারে কোন আইডিয়াই নাই আমার। আপনাদের কারো কোন অভিগ্গতা থাকলে প্লিজ শেয়ার করুন। আমি স্পেসিফিকভাবে নিচের কয়টি জিনিশ জানতে চাচ্ছি।
১. ঢাকার কোথা থেকে লাইসেন্স করাতে হয়।
২. লাইসেন্স করতে সর্বসাকূল্যে কত টাকা লাগে।
৩. লাইসেন্স করতে কি কি ধরনের পরীক্ষা দিতে হয়।
৪.প্রথমে কি শিক্ষানবীশ লাইসেন্স এর জন্য আবেদন করতে হয় নাকি সরাসরি মূল লাইসেন্স এর জন্য আবেদন করা যায়।
৫.যদি শিক্ষানবীশ লাইসেন্স এর জন্য প্রথমে আবেদন করতে হয় তাহলে সেটি হাতে পেতে কত দিন লাগে।
৬. শিক্ষানবীশ লাইসেন্স নিয়ে কি মেইন রোডে গাড়ি চালাতে পারবো??
৭. আর শিক্ষানবীশ লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় কি সাথে মেইন ড্রাইভারের উপস্থিতি বাধ্যতামূলক?? নাকি একা একাই চালানো যাবে?
এছাড়াও আপনাদের কাছে যদি প্রয়োজনিয় অন্যান্য তথ্য থাকে প্লিজ সেগুলো জানাবেন।
আমার মনে হয় এ তথ্যগুলো শুধু আমার একার না আরো অনেকের ই কাজে লাগবে।
সবাইকে অগ্রীম ধন্যবাদ
....................................................................................................
সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেবার জন্য। আপনাদের কমেন্টস ও ব্লগে সার্চ করে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অনেক লেখা পেলাম ব্লগে। সবার সুবিধার্থে সব কয়টির লিংক নিচে দিয়ে দিলাম।
১. বি আর টি এর ওয়েব সাইট
2.সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে - মেসবাহ য়াযাদ
3. ড্রাইভিং লাইসেন্স সম্পরকে জানতে চাই - ভাঙ্গা হৃদয়
4. ড্রাইভিং লাইসেন্স ( বাংলাদেশ ) - পলাশ
5. ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত (সাময়িক) পোষ্ট......... একটু হেল্পান - নিশান ইব্রাহিম
কৃতজ্ঞতা : মেসবাহ য়াযাদ, ভাঙ্গা হৃদয়, পলাশ, নিশান ইব্রাহিম
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৯
নিশাচর বাদুড় বলেছেন: ধন্যবাদ। ৬ আর ৭ নাম্বার পয়েন্ট এর ব্যপারে যদি একটু বিস্তারিত বলতেন।
২| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৫
বিদ্রোহী কান্ডারী বলেছেন: ভাই দুঃখিত ওটা এলেনবাড়ী হবেনা হবে ইকুরিয়া। মাফ করবেন।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২০
নিশাচর বাদুড় বলেছেন: ঠিক আছে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৫
বিনিদ্র ~ রজনী বলেছেন: ৬/৭ এর উত্তর - ট্রেনিং কার ছাড়া পারবেন না। আর সেটা নিয়ে নামলেও সাথে ইন্সট্রাক্টার থাকতে হবে, এটা নিয়ম।
যদিও আমি নিজের গাড়ী নিয়েই নামছিলাম, এটা বাস্তবতা
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩০
নিশাচর বাদুড় বলেছেন: এ ব্যপারটাই শিওর হতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আর নিজের গাড়ি নিয়ে নামলে যদি ফুলিশ মামু ধরে তাহলে কি লার্নার কার্ড দেখে ছেরে দেয় নাকি হালকা কিছু নাস্তা পানির ব্যবস্থা করে নেয় নগদ??
৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৬
বিনিদ্র ~ রজনী বলেছেন: বিদ্রোহী কান্ডারী বলেছেন: আমি লাইসেন্স করলাম শুধু কার্ড আসতে বাকি। একটি টাকাও ঘুষ দেই নাই। লাগছে মাত্র ২৫০০ সব মিলায়। পরচিত আঙ্কেল থাকায় কোন এক্সট্রা টাকা দিতে হয় নাই। তবে সময় অনেক লাগছে। প্রায় ৪ মাস। আপনার যদি পরিচিত লোক থাকে বিআরটিএ তে তাহলে কম সময় ও টাকা লাগবে। আর যদি না থাকে তাহলে প্রায় ৫০০০ লাগবে
একমত নই। আমার একটাকা বেশী লাগে নাই। ৪ মাস পর পাইছি। পরিচিত কেউও ছিলো না
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩১
নিশাচর বাদুড় বলেছেন: ভাই আমিও একই আশাতেই আসি।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৯
বিদ্রোহী কান্ডারী বলেছেন: নিজের গাড়ী থাকলে নিয়ে যাবেন আর না থাকলেই সমস্যা নাই ওদের ওখানে ওদের ভাড়া গাড়ী আছে কিন্তু ওই গাড়ীগুলো খুব বাজে ভংঙ্গা মারুতি ৮০০। ইন্সট্রাক্টর না থাকলেও চলে আমার সাথে যেমন শুধু ড্রাইভার ছিলো।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৭
নিশাচর বাদুড় বলেছেন: ভাই বড়ো ভাইয়ের মানে নিজেরই
গাড়ি আছে। পরীক্ষা দেবার সময় গাড়ি + ড্রাইভার ২টাই নেয়া যাবে সেটা কোন সমস্যা না। সমস্যা হচ্ছে আমি ৯০% সময়ই ড্রাইভার ছাড়া গাড়ি চালাই। আর মেইন লাইসেন্স স্লিপ হাতে পেতে যদি ৪ মাস সময় লাগে তাহলে এই সময়টা পার করবো কিভাবে তাই ভাবতেসি। এমনিতেই গাড়ি চালানোর সময় সার্জেন্টকে এরানোর জন্য দুনিয়া ঘুইরা চালাই। আল্লাহর রহমতে একন পর্যন্ত একদিন ও মামুদের হাতে ধরা খাইনাই।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৬
দ্যা ডক্টর বলেছেন: প্লীজ, ড্রাইভ করার সময় অযথা হর্ণ বাজাবেন না। সভ্য বিশ্বে হর্ণকে গালি হিসেবে বিবেচনা করা হয়।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৪১
নিশাচর বাদুড় বলেছেন: সহমত। আমি সর্বদাই এটি মেনে চলার চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ সময়ই পালন করা সম্ভব হয়ে ওঠেনা।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৯
বিদ্রোহী কান্ডারী বলেছেন: লার্নার দিয়ে রাস্তায় গাড়ী চালানো যায়।
@বিনিদ্র~রজনীঃ কিভাবে করলেন? কোন এক্সট্রা টাকা লাগেনাই?? পরিচিত লোক না থাকলেতো ওরা বহুত ডিসর্টাব করে। কবে করছেন লাইসেন্স? একমত নই আপনার সাথে। কিভাবে লাইসেন্স করতে হ্য় এটা যদি জানা থাকে তাহলে আলাদা কথা কিন্তু তারপরও ওরা শুধু শুধু কনফিউশন তৈরী করে।
আমি অবশ্য কোন দৌড়াদৌড়ি করি নাই খালি আঙ্কেলের অফিসে যায় বলছি লাইসেন্স করব যা করার সে করছে আমি শুধু পরীক্ষা আর ভাইভা দিছি।
০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১
নিশাচর বাদুড় বলেছেন: ভাই আপনার আংকেলের ঠিকানাটা যদি একটু দিতেন
৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৪
বিনিদ্র ~ রজনী বলেছেন: বিদ্রোহী কান্ডারী বলেছেন: লার্নার দিয়ে রাস্তায় গাড়ী চালানো যায়।
@বিনিদ্র~রজনীঃ কিভাবে করলেন? কোন এক্সট্রা টাকা লাগেনাই?? পরিচিত লোক না থাকলেতো ওরা বহুত ডিসর্টাব করে। কবে করছেন লাইসেন্স? একমত নই আপনার সাথে। কিভাবে লাইসেন্স করতে হ্য় এটা যদি জানা থাকে তাহলে আলাদা কথা কিন্তু তারপরও ওরা শুধু শুধু কনফিউশন তৈরী করে।
ভাই, আমরা দুই বন্ধু গেছিলাম। আমরা কনফিউজড ছিলাম প্রথমে। তাই ৩০ মিনিট আগে দেখলাম কে কি করে, তারপর নো প্রব্লেম
লেখক - আপনি পরীক্ষায় পাশ করলে ১৫ দিন পর সব কাগজ টাকা জমা দিলে স্লিপ পাবেন। সেটা দিয়ে মূল লাইসেন্স না আসা পর্যন্ত গাড়ি চালাতে পারবেন
৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১৪
স্বাধীকার বলেছেন: আমি করেছি, গাজীপুর চেীরাস্তার কাছে বিআরটিসি থেকে। আমার গাড়ী নেই। ওদের ভাঙ্গা গাড়ী আর ড্রাইভার ছিলো সাথেই। মেইনরোডেও চালাতে দেয়। তবে ওস্তাদের সাথে ভালো সম্পর্কটি থাকতে হবে। জিগজ্যাগ প্রাকটিক্যাল করেছি, ভাইভা লাগেনি। চার মাস পর বিশেষ কারনে ১১৫০ টাকায় পেয়েছি, এখন কত টাকা জানিনা। পাঞ্চকার্ড টাইপের লাইসেন্স।
০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
নিশাচর বাদুড় বলেছেন: এই জিগজ্যাগ জিনিশটা কি বুঝলাম না। একটু বিস্তারিতভাবে বলবেন কি??
১০| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০
লিলি বিন্তে সো্লায়মান বলেছেন: ভালো লেগেছে জেনে, শোকেসে রাখছি, কাজে লাগবে।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮
নিশাচর বাদুড় বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১
স্বাধীকার বলেছেন: কতগুলো স্টিক দিয়ে একটি আকাবাকা রাস্তা তৈরী করবে। আপনাকে বলবে এই রাস্তার ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাবেন। আবার ব্যাক করে আসবেন-যেন স্টিক না পড়ে যায়। তাহলেই আপনি পাশ।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৮
নিশাচর বাদুড় বলেছেন: হুম বুঝসি।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৯
সাঈফ শেরিফ বলেছেন: দেশটা যে কতটা খারাপ বিদেশে আসলে টের পাওয়া যায়।যে কাজটা অনলাইনে ৫ মিনিটে করা যায় সেটা দেশে করতে ৫ দিন ধরে গলদঘর্ম হয়ে দৌড়াদৌড়ি করতে হয়। ফরম পূরণ করতে মতিঝিল থেকে মিরপুরে যাওয়া লাগবে কেন? একটা ফরম পূরণ করতে রাস্তায় ২ ঘন্টা নষ্ট করা আর ট্রাফিক জ্যাম তৈরি করা ছাড়া কী হয় দেশে? দেশের সবাই আছে ২৪ ঘন্টা মুভি ডাউনলোডে, মুবাইল ফুন নিয়ে ব্যস্ত, আবার আই এস পি কে গালাগাল করে, ব্যান্ডউইথের দাম বেশি বলে চেচামেচি করে।
আপনার এই লিংকটি দেখুন
View this link
এগুলো কোন সভ্য দেশের দাপ্তরিক প্রক্রিয়া হলো? দেশের কপালে ধ্বংস, লুটপাট, অরাজকতা ছাড়া কিছু দেখিনা। আর আছে কিছু চেতনাধারী, জাতীয়তাবাদী ফ্যানাটিক বর্বর, যারা দেশপ্রেমের আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির আলখাল্লার নিচে দেশটাকে ধ্বংস করতে ব্যস্ত।পুরোটাই অসভ্য গোছের বর্বর যুগের নিয়ম নীতি।
আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩০
কর্ণেল সামুরাই বলেছেন: লার্ণার দিয়া রাস্তায় গাড়ি উঠাইলে সার্জন ধরে!
ধইরা কয়, আপনেরে তা রাস্তায় উঠার পারমিট দিই নাই, আপনি গাড়ি চালা শিখবেন মাঠে, ঘাটে, গলিতে। ৫০০ টাকা ফাইন
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৭
অনিক আহসান বলেছেন: ভাই কেউ কি আছেন যে আমারে একটা হোন্ডা চালানোর লাইসেন্স (২নম্বর হলেও চলবে) যোগার করে দিতে পারবে?..লাইসেন্স বানানোর সকল সার্ভিস চার্জ দেয়া হবে.. ।
১৫| ১২ ই মার্চ, ২০১১ রাত ১১:০৮
পারাবত বলেছেন: ৭মাস আর ৭০০০ টাকা লাগছিল,
প্রথমে হোন্ডার জন্য লার্নার নিছিলাম, পরিক্ষার ডেট খালি পিছায়, শেষমেশ দালাল ধরতে হয়েছিল। দালালের পরামর্শ ক্রমে হোন্ডার সাথে হাল্কাগাড়ি যোগ করে দিলাম। ৭ হাজারে হোন্ডা+কার দুটোই হয়ে গেল।
১৬| ২৫ শে জুন, ২০১১ রাত ১২:৪০
আমি অতি সাধারণ বলেছেন: একটা মোটর সাইকেল এর লাইসেঞ্চ কিভাবে করতে পারব ? কত টাকা লাগবে কেউ কি বলতে পারবে ? আমি ঢাকা তে আছি !
১৭| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০১
ইয়াংেমন বলেছেন: পারাবত বলেছেন: ৭মাস আর ৭০০০ টাকা লাগছিল,
প্রথমে হোন্ডার জন্য লার্নার নিছিলাম, পরিক্ষার ডেট খালি পিছায়, শেষমেশ দালাল ধরতে হয়েছিল। দালালের পরামর্শ ক্রমে হোন্ডার সাথে হাল্কাগাড়ি যোগ করে দিলাম। ৭ হাজারে হোন্ডা+কার দুটোই হয়ে গেল।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৪
অগ্নি দগ্ধ বলেছেন: সংরক্ষণে রইল পরে কাজে লাগতে পারে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
বিদ্রোহী কান্ডারী বলেছেন: আমি লাইসেন্স করলাম শুধু কার্ড আসতে বাকি। একটি টাকাও ঘুষ দেই নাই। লাগছে মাত্র ২৫০০ সব মিলায়। পরচিত আঙ্কেল থাকায় কোন এক্সট্রা টাকা দিতে হয় নাই। তবে সময় অনেক লাগছে। প্রায় ৪ মাস। আপনার যদি পরিচিত লোক থাকে বিআরটিএ তে তাহলে কম সময় ও টাকা লাগবে। আর যদি না থাকে তাহলে প্রায় ৫০০০ লাগবে(বিভিন্ন লোককে টাকা খাওয়াতে হয়)। তবে বেটার হয় সরাসরি ওদের মিরপুর বা এলেনবাড়ী অফিসে গেলে। এলেনবাড়ীতে রিটেন আর প্রাক্টিক্যাল পরীক্ষা হয়।
মিরপুর বিআরটিতে থেকে প্রথমে ফরম পুরন করে লার্নার লাইসেন্স নিতে হয় ৩ মাসের জন্য। এরপর আপনি ডেট নিয়ে আসবেন কবে রিটেন, প্রাকটিক্যাল, ভাইভা পরীক্ষা। তারপর পরীক্ষা দিবেন। পরীক্ষা শেষে আবার আরেকটা ফরম পুরন করে জমা দিবেন সাথে ব্যাংকে টাকা দিবেন তারপর শুধু অপেক্ষা কখন কার্ড আসবে। মাঝে টুকিটাকি কিছু ব্যাপার আছে যেগুলো ওদের কাছ থেকে জেনে নিলেই হবে।