নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

কৃমি হলে বুঝবেন কী করে ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২



কৃমি হলে কিছু কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারি হওয়া, খাবারে অরুচি, মুখে থুথু ওঠা এবং কোনো কোনো কৃমিতে পায়খানার রাস্তার পাশে চুলকানি হতে পারে। কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়। রক্তশুন্যতা দেখা দেয়। হুক ওয়ার্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত। অনেক সময় বক্র কৃমির এক মুখ শিশুদের এপেনডিক্সের মধ্যে প্রবেশ করে। ফলে এপেনডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয়। শিশুর নাক, মুখ দিয়েও কৃমি পড়তে পারে। পেটে কৃমির আধিক্যে অন্ত্রনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অন্ত্র ফুটো করে মারাত্মক অবস্হার সৃষ্টি করতে পারে। তাই উপরোক্ত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।



কৃমি না হওয়ার জন্য কী করতে হবে:



কৃমি যাতে না হয় সেজন্য নিম্নলিখিত স্বাস্হ্যবিধিগুলো মেনে চলতে হবে। যেমন-



১. স্বাস্হ্যসম্মত পয়ঃপ্রণালী ব্যবহার করতে হবে। অর্থাৎ জলাবদ্ধ (ওয়াটার সিল ল্যাব ল্যাট্রিন) পায়খানা ব্যবহার করতে হবে।

২. খাবার আগে ও মল ত্যাগের পর ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

৩. নিরাপদ পানি পান করতে হবে।

৪. শাক-সবজি, ফলমুল ভালোভাবে ধুয়ে খেতে হবে।

৫. যেখানে সেখানে মল ত্যাগ করা যাবে না। খালি পায়ে না হেঁটে স্যান্ডেল ব্যবহার করা উচিত।

৬. ভালোভাবে সিদ্ধ করা মাংস খেতে হবে।



কৃমি হলে কী করবেন:



১. কৃমি একটি সাধারণ সমস্যা মনে হলেও এটি মোটেও সাধারণ সমস্যা নয়। তাই কৃমি হলে চিকিৎসা করাতে হবে।

২. চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ খেতে হবে। বাজারে কৃমির চিকিৎসার জন্য নানা রকম ওষুধ আছে। যেমন-মেবেনডাজল, অ্যালবেনডাজল, লেভিমাজল ইত্যাদি। বড়দের জন্য বড়ি এবং শিশুদের জন্য সিরাপ পাওয়া যায়। এসব ওষুধের দামও খুব বেশি নয়।



(সংগৃহীত)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

সািকল খান বলেছেন: দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এম্নিতেই গুড়া কৃমিতে ভূগতেচি !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

বাক স্বাধীনতা বলেছেন: জনস্বার্থে স্টিকি করা হোক।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: অসাধারণ ও সময়োপয়োগী পোষ্ট। :-B :-B :-B

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো ভালো +++++ গুগলে সার্চ করে যাতে বাচ্চার মা বাবারা কৃমি সম্পর্কে জানতে পারে সেই জন্য এই ধরণের পোষ্ট খুবই উপকারি , এখন তো কিছু জানতে হলেই আমরা গুগলে সার্চ মারি । তাই নতুন নতুন ধরনের পোষ্ট পোষ্ট অনেক উপকারে আসে । ধন্যবাদ ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

হাঁড় = ঘাঁড় বলেছেন: যেমন কইরা বুঝলাম রাজাকার বাইরা গেছে ;)
ডোন টেক আদারওয়াইজ ভাই, মজা করলাম।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

আহলান বলেছেন: তবেআমার জানা মতে কৃমির ওষুধ বাচ্চারদের ক্ষেত্রে ২ বছরের আগে খাওয়ানো যায় না ......

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

কিংব্লগার বলেছেন: অনেকে ক্রিমিতে আক্রান্ত এ সময়ে খুবই কাজে দেবে

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

মুহাই বলেছেন: +

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: সািকল খান বলেছেন: দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এম্নিতেই গুড়া কৃমিতে ভূগতেচি

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

সুইট টর্চার বলেছেন: কৃমির ঔষধ কত দিন অন্তর খাওয়া যায়?

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

আদম_ বলেছেন: স্টিকি করা হউক। স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

সাদা রং- বলেছেন: গণ সচেতনতামূলক পোষ্ট।
ধন্যবাদ।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: স্টিকি করা হউক। স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।স্টিকি করা হউক।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

মরণের আগে বলেছেন: বাক স্বাধীনতা বলেছেন: জনস্বার্থে স্টিকি করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.