![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)
নিম্নে আলোচিত খাবার থেকে অন্তত দুটি খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। আপনাকে প্রতিদিনের কর্মচঞ্চল সময় কে আনন্দময় করে তুলবে।
মিষ্টি আলু- সাধারণ আলুর বিকল্প এই আলুর মাঝে ফলিয়েট নামক উপাদান আছে যার কারণে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে, এবং মেজাজ ঠান্ডা রাখে।
চীনাবাদাম - মন থেকে উদ্বেগ দূর করে মেজাজ ভালো করার রাসায়নিক উপাদান সেলেনিয়াম আছে চীনা বাদামে। চীনা বাদাম খুব সহজলভ্য এবং সস্তা। তাই মেজাজ খারাপ লাগলে খেয়ে ফেলুন চীনা বাদাম।
তৈলাক্ত মাছ - সামুদ্রিক মাছ এবং তৈলাক্ত মাছে আছে ওমেগা ৩ ও ফ্যাটি এসিড যা আমাদের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং মেজাজ খারাপ হওয়ার পথে বাধা সৃষ্টি করে।
ডিম - ডিমে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। জিঙ্ক আমাদের হজমে সহায়তা করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, আমাদের আলস্য দূর করে এবং কাজে শক্তি যোগায়।
দই - দই এ প্রচুর ক্যালসিয়াম এবং প্রোটিন আছে। এছাড়াও দই আমাদের উদ্বেগ ও হতাশা দূর করে মন রাখতেও অত্যন্ত ভালো কাজ করে।
পালং শাক - আয়রন সমৃদ্ধ, একটি অত্যন্ত কার্যকর ক্লান্তি-নাশক। এতে ভিটামিন বি ৬ এবং ফলিয়েট আছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
(সংগৃহীত)
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
সাদা রং- বলেছেন: প্রেসারের কারণে ডিম খাই না।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
শাকিল ১৭০৫ বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
ইমরান আশফাক বলেছেন: আপনার পোস্টগুলি মানে কি বলবো রীতিমত পোস্টের খনি, মার্ক করে রাখলাম সময় মত পড়বো বলে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ ।