নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়

৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯



১. বরফ ব্যাবহারঃ

মুখে উপর বরফ ঘষুন ১০ মিনিটের মত। এতে ব্রন কম বের হবে এবং ইতিমধ্যে যদি ব্রন বেরিয়েও থাকে,কমে যাবে ।



২. টুথপেস্ট ব্যবহারঃ

ব্রনের উপর সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত । সকালে ধুয়ে ফেলুন । এতে ব্রন আকারে কমে যাবে । এবং শুকিয়েও যাবে।



৩. রসুন ব্যবহারঃ

ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুন ঘষে দিন ।

এতে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং দাগ ও অনেক কমে যাবে ।



৪. কমলার খোসা ব্যবহারঃ

কমলার খোসা বেটে পেস্ট তৈরি করে মুখে মাখুন । ব্রন কমে যাবে ।



৫. মধু ব্যবহারঃ

ব্রন ওঠার সাথে সাথে এর উপরে মধু লাগিয়ে দিন ।

এটা আর বাড়তে পারবে না ।



৬. কাগজি লেবু ব্যবহারঃ

ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন । মুখ ব্রন মুক্ত থাকবে।



৭. ভিনেগার ব্যবহারঃ

সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম করুন একসাথে । তারপর ঠাণ্ডা করে এই মিশ্রন মুখে ব্যবহার করুন । ৫ মিনিট পর ধুয়ে ফেলুন ।



৮. আলু ব্যবহারঃ

আলু স্লাইস করে কেটে ব্রনের উপর ঘষুন ৫-৭

মিনিট । ব্রনের আকার অনেক কমে যাবে ।



৯. শশা ব্যবহারঃ

শশা থেতো করে সামান্য লেবুর রস

একসাথে করে মিশিয়ে নিন এবং মুখে লাগান ।

আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন । ব্রন হবে না । থাক্লেও অনেক কমে যাবে ।



১০. মুখের পরিচ্ছন্নতাঃ

ভাল ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার মুখ ভাল

করে পরিস্কার করবেন । মুখে কখনই সাবান ব্যবহার

করবেন না । নোংরা কাজ করার পর এবং প্রতিবার

বাইরে থেকে এসে ভাল করে মুখ ধোবেন ।

এবং নিয়মিত নামাজ পরার জন্য অজু করলেও ব্রন হবে না , থাক্লেও কমে যাবে ।



১১. চোখের ড্রপ ব্যবহারঃ

খুবই কার্যকরী পদ্ধতি । ব্রনের উপর ১

ফোটা করে ইউজ করলেই অনেক কমে যাবে ।



আশাকরছি, এতগুলো থেকে আপনার সুবিধামত ১-২টা ট্রাই করলেই ভাল ফলাফল পাবেন।



(সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪

ফ্রিঞ্জ বলেছেন: আমি একটা পদ্ধতিই ফলো করিঃ
ব্রণ হলে আয়নার সামনে গিয়া নখ দিয়ে হালকা খুটাখুটির পর চিবি দিয়া (স্কুইজ) ভিতরের জিনিস বাহির করে ফেলুন। তারপর আপনার অন্য কাজে মনোযোগ দিন।

২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪

মেহেরুন বলেছেন: হুম!! বুঝলাম। +++

৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৯

িপয়াসস বলেছেন: B:-) দেখা যাক

৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৮

এসএমফারুক৮৮ বলেছেন: +++

৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কিছু না করলেও যে ব্রণ সেরে যেত, তার উপর মধু-রসুন-টুথপেস্ট ইত্যাদি লাগিয়ে ধারনা হয়েছে এগুলো লাগালে ব্রণ কমে যায়। এসব টোটকায় কোন কাজ হয়না।

৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪

েশফােয়ত আহােমদ বলেছেন: :#) :#)+

৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

গোবর গণেশ বলেছেন: ব্রণের টিপস

১. নিয়মিত ঘুমানো
২. প্রচুর মরিমান পানি পান করা
৩. স্বাভাবিব পরিশ্রম/বেয়াম করা
৪. শাক/সব্জি নিয়মিত খাওয়া
৫. কোষ্ঠকাঠিন্য দূর করা
৬. মানষিক ভাবে প্রফুল্ল থাকার অভ্যাস করা

ব্রণ হবে না

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

হিতাকাঙ্খী বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.