নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

নাকের নালীতে খাদ্য কণা !

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১



হঠাৎ করে ভাত, পানি বা অন্য কোন খাদ্য কণা নাকের নালীতে ঢুকে যাওয়া এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। প্রচন্ড জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, নাক-চোখ দিয়ে পানি ঝড়া, হাঁচি কাশিতে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়। তবে এটা খুব গুরুতর মেডিকেল ইমাজেন্সী নয়। আসুন দেখি কি করে এই যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি মেলে।



১. খাওয়া বন্ধ করে সচেতন ভাবে মেরুদন্ড সোজা করে শান্ত হয়ে বসুন।

২. কতটুকু গভীরে খাদ্য কণাটি রয়েছে তার আন্দাজ করার চেষ্টা করুন।

৩. নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নিন এবং অযথা চিৎকার ও বিলাপ করবেন না।

৪. আস্তে আস্তে নাক টানুন যেন মুখ দিয়ে খাদ্য কণা বের হয়ে আসে।

৫. এসময় পানি পান থেকে বিরত থাকুন।

৬. খাদ্যকণা বেরিয়ে আসার সময় মারাত্মক জ্বালাপোড়া অনুভব হবে ধরে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকুন।

৭. এর পরও বের না হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার জন্য চলে যান।



(সংগৃহীত)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

স্বপনচারিণী বলেছেন: ওই সময়টায় মাথা ঠাণ্ডা রাখাটাই জরুরী। যা রাখা বেশীরভাগ সময় সম্ভব নয়। আগের মন্তব্য মুছে দিয়েন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

বশর সিদ্দিকী বলেছেন: ৭ নাম্বারটাই বেশি উপযোগি বলে মনে হল :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.