নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

:::::: পেটের মেদ কমবে যেভাবে

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪



অনেকেরই সুগঠিত দেহ। কিন্তু কেন জানি হঠাৎ করে পেটে মেদ জমতে শুরু করেছে। পোশাকের ভেতর থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছে ভুঁড়ি। সে বড় বিব্রতকর অবস্থা। ভুঁড়ির জন্য কাজেকর্মেও গদাই লস্করি একটা ভাব চলে এসেছে। পেটের মেদ ঝরাতে চাইলে মেনে চলুন কিছু সাধারণ নিয়মকানুন। আর দেখুন না শরীরটাও কেমন ঝরঝরে হয়ে ওঠে। শরীর মেদহীন রাখতে কী খাবেন আর কী খাবেন না, এ বিষয়ে পরামর্শ দিলেন বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।

 শর্করা ও চিনি আছে এমন খাবার কমাতে হবে।

 প্রোটিন ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে।

 চর্বিজাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে।

 খাওয়ার পরপরই বসে থাকা কিংবা শুয়ে থাকা যাবে না।

 একাধারে অনেকক্ষণ বসে থাকা যাবে না।

 কোমল পানীয় এবং কৃত্রিম ফলের রস খাওয়া মানা।

 আঁশযুক্ত শর্করা খেতে হবে, কিন্তু পরিমাণে অল্প।

 দিনে প্রচুর পানি খাবেন, কিন্তু খাবারের সঙ্গে কিংবা একবারে অনেক পানি খেয়ে ফেলা যাবে না।

 মেদ কমানোর ডায়েট শুরু করার আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিন।

পেটের ব্যায়াম



 প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে দৌড়াতে হবে কমপক্ষে ১০ মিনিট।



 সাইকেলিং করতে পারেন কমবেশি পাঁচ মিনিট। যদি সাইকেলিং করার সুযোগ না থাকে, অন্য ব্যায়ামগুলো নিয়মিত করুন।

 প্রথমেই খালি হাতে খানিকটা ব্যায়াম করে মাংসপেশিকে উজ্জীবিত করে নিন। এটা হবে নিদেনপক্ষে পাঁচ মিনিট।

 দড়ি লাফানোর অভ্যাস করতে পারেন। পাঁচ মিনিট করে করুন।

ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের ব্যবস্থাপক ও প্রশিক্ষক মো. মনিরুজ্জামান বললেন, ‘ওপরের এই ব্যায়ামগুলো সব ধরনের ব্যায়াম শুরু করার আগেই করে নিলে ভালো। এতে মাংসপেশি শিথিল হয়ে শরীর ব্যায়ামের উপযোগী হয়ে ওঠে।’ এবার পেটের মেদ কমাতে করতে হবে নির্দিষ্ট কিছু ব্যায়াম। প্রশিক্ষক মনিরুজ্জামানের কাছ থেকেই জেনে নেওয়া যাক তা।

 প্রথমেই শক্ত বিছানায় সোজা হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত সোজা করে রাখুন। পা মাটির সঙ্গে জোড়া করে লাগানো থাকবে। এবার পুরো শরীর আস্তে আস্তে ওপরে তুলে হাত দিয়ে পা স্পর্শ করতে হবে। এভাবে ১০ বার করে তিনবার করুন।

 শোয়া অবস্থাতেই এবার হাত থাকবে কোমরের নিচে, দুই পা থাকবে সোজা। শরীর ও হাত স্থির হয়ে থাকবে। এবার পা দুটো আস্তে আস্তে একসঙ্গে ওপরে তুলতে হবে আবার নামাতে হবে। পুরো সময়ে পা মাটিতে ছোঁয়ানো যাবে না। এভাবে ১০ বার করে তিনবার করুন।

 বিছানায় শুয়ে থেকেই এবার দুই হাত ভাঁজ করে মাথার পেছনে নিন। ডান পা ভাঁজ করে মাটি থেকে তুলে ডান হাঁটু বাঁ কনুইয়ে লাগানোর চেষ্টা করুন। এবার হবে ঠিক উল্টো, বাঁ পা ভাঁজ করে মাটি থেকে তুলে বাঁ হাঁটু ডান কনুইয়ে লাগানোর চেষ্টা করুন। এভাবে ১০ সেকেন্ড করে তিনবার করুন।



(সংগৃহীত)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

িটউব লাইট বলেছেন: লেবুর রস পান করছি প্রতিদিন সকালবেলা। কমবেনা ভাই পেটের মেদ?

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হাটতে হবে পর্যাপ্ত। মেদ কিংবা ফ্যাট কমানোর মূল সূত্র এটি।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

স্বপনচারিণী বলেছেন: সকালে প্রথম আলোতে এই বিষয়ে পড়েই বুঝে ফেলেছিলাম যে সামুতে এটার পোস্ট আসবেই। কারন সবার প্রিয় বিষয় এটা, তবে তাই বলে ভুঁড়ি প্রিয় নয়। কিন্তু ব্যায়াম গুলো পড়েই মনে হল রেজাল্ট ফলপ্রসূ নয়। কারন শুরুতেই ব্যায়ামগুলি অনেকবার করে করতে বলা হয়েছে যা অনেক কষ্টকর। আমি গত একবছর ধরে প্রথম ব্যায়ামটাই করি তিরিশ বার যদিও শুরু করেছিলাম মাত্র পাঁচবার করে। আমি সফল।ব্যায়াম আসলে উপভোগের বিষয়, কষ্টের নয়। তবে খাবার একটু কন্ট্রোল করতেই হবে।শুভ কামনা।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

মামুন রশিদ বলেছেন: ভাল টিপস ।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

খন্দকার হািফজ্রর রহমান বলেছেন: ভালো একটি তথ্য... আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.