নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ দর্পণ

হাফিজুর রহমান মাসুম

পৃথিবীর সমান বয়সের সাম্যবাদের স্বপ্ন আমি আজও দেখি

হাফিজুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

যে আহবানের মাধ্যমে শুরু হয়েছিল শাহবাগের আন্দোলন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪



শাহবাগে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তারুণ্যের যে গণবিস্ফোরণ ঘটেছে তা দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাষ্ট্রের পতাকায় পাজিত শক্তির খামছি মারার কারণে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ১৯৭১-এ যে শক্তি আমাদের জন্মকে অস্বীকার করেছিল তাদের গাড়িতে ওড়া পতাকা যেন আমাদের বুকে শাবলের ফলার আঘাত। বর্তমান সরকার গত নির্বাচনে যে অঙ্গীকার করে ক্ষমতায় এসেছিল সেই অঙ্গীকার পূরণে তারা সঠিক পথে এগোচ্ছিল না বলে আমরা তরুণ প্রজন্ম মনে করেছি। সেই শংকার জায়গা থেকে আমাদের রাস্তায় নেমে আসা। ফলশ্রুতিতে ক্ষোভে ফুঁসতে থাকা মানুষের গণজোয়ার আজ দেশের প্রতিটি অঞ্চলের রাজপথে।

কিন্তু কীভাবে শুরু হয়েছিল শাহবাগের এই জনসমুদ্র তৈরিরর কাজ? নিচের আহবানটিই ছিল সেই সূচনা মূহুর্ত_



কাদের মোল্লার মতো একজন কুখ্যাত খুনি যদি যাবজ্জীবন পায়, তাহলে এই রায়ের অর্থ কি? আমরা এই রায় মানিনা। কাদের মোল্লার ফাঁসির রায় যতদিন না হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না।



চলে আসুন প্রতিদিন সকাল ৮ টায় , প্রজন্ম চত্বরে (শাহবাগে) । একটাই দাবী, কাদের মোল্লার ফাঁসি চাই।



সারাদেশের তরুন, যুবক, নারী, বৃদ্ধ মায় আপামর জনতাকে আহবান করছি, স্লোগান হবে দ্রোহের, বিপ্লব হবে অভূতপূর্ব।



এ লড়াই বাঁচার লড়াই,

এ লড়াই জিততে হবে



দাবী মোদের একটাই

রাজাকারের ফাঁসি চাই







ঢাকাঃ

বাঁধন স্বপ্নকথক

০১৭১২৮৯৩২৪৪

০১৬৭৪৭৭৪৬৩৩

ইমরান এইচ সরকার

০১৭১১৩২৩৩৪১

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

নিশ্চুপ শরিফ বলেছেন: নাম্বার গুলা কি বিকাশ করার জন্য দিলেন? /:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

হাফিজুর রহমান মাসুম বলেছেন:
এই নম্বরগুলো সহই ছিল আহবানটি।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

আততায়ী০০৬ বলেছেন: Click This Link

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

নন্দনপুরী বলেছেন: দাবী মোদের একটাই
রাজাকারের ফাঁসি চাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ফাঁসি চাই! ফাঁসি চাই! এই বাংলায় রাজাকারের কোনো ঠাঁই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.