নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ দর্পণ

হাফিজুর রহমান মাসুম

পৃথিবীর সমান বয়সের সাম্যবাদের স্বপ্ন আমি আজও দেখি

হাফিজুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

শিশু-কিশোরদের যারা ভালোবাসেন তারা অবশ্যই পরামর্শ দিন; শিশু-কিশোরদের জন্য প্রকাশিত একটি ত্রৈমাসিক শিক্ষা-সংস্কৃতি বিষক ম্যাগাজিনে কী কী থাকা উচিৎ?

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

সাতক্ষীরা থেকে শিশু-কিশোরদের জন্য একটি ত্রৈমাসিক নিয়মিতভাবে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। ত্রৈমাসিকটিতে শিশু-কিশোরদের জন্য নিয়মিত বিভাগ হিসেবে গণিত, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, ভাষা ইত্যাদির পাশাপাশি শিশু-কিশোরদের লেখা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ভ্রমণকাহিনি প্রভৃতিও থাকবে। নিয়মিত বিভাগগুলোতে খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের লেখা থাকবে।



সামুর ব্লগারদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইছি যে, এই ত্রৈমাসিকটিতে আর কী, কী রাখা যেতে পারে। এর নাম কী দেয়া যেতে পারে?

দয়া করে আপনার ভাবনাগুলোও আমাদেরকে জানান। আমাদের প্রকাশনা আপনার পরামর্শে অনেক বেশি মানসম্মত হতে পারে।





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

কাকভেজা বলেছেন: ভাল উদ্যোগ। আমাকে মেইল করলে হয়তবা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো :
[email protected]

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

হাফিজুর রহমান মাসুম বলেছেন: আপনার ই-মেইল ঠিকানাটা দিন।

২| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

মো কবির বলেছেন: আপনার উদ্যোগকে স্বাগতম জানাই। এগিয়ে যান ভাই এই শিশুরা ভাল হলে আগামীতে দেশ ভাল হবে। এই দেশ এই সমাজ আর আজকের বাঙ্গালী ভাল নেই। তারা আজ লোভ লালসায় প্রেম ভালবাসায়, নোংরা রাজনীতিতে জড়িয়ে হয়ে উঠছে বাঙ্গালী জাতি আর পরিবেশের জন্য হুমকি। আজকের শিশু-কিশোরদের কাণ্ড কাঁরখানা দেখলে চোখ থেকে আপনা আপনি পানি চলে আসে, আর মনে প্রশ্ন চলে আসে আমার ওদের কি শেখাচ্ছি। আমার কাজে চাপ না থাকলে আমি আপনাদের কিছু লেখা দিতাম। তবু কবিতা লাগলে দিতে পারি, আমার লেখা কিছু কবিতা।

কোন বিখ্যাত মানুষের জীবনী দিতে পারেন সংক্ষেপে বিশেষ করে তার জীবনের কোন টারনিং পয়েন্ট।
দিতে পারেন কোন শিক্ষামূলক গল্প, রম্য কবিতা, হাদিসের কিছু ছোট্ট ঘটনাবলী।


মোটকথা হচ্ছে, যেহেতু এটা শিশুদের জন্য তাই যাই দিবেন, সেখান থেকে শিশুরা যেন কিছু শিখতে পারে।

আর এর নাম দিতে পারেন
১। আমরা শিশু
২। আমরা নবীন
৩। আমার গল্প
৪। আমার কথা
৫। শিশুদের জন্য
৬। আমরা শিশু-কিশোর
৭। আমরা সবাই রাজা
৮।

এমন একটা নাম দিবেন যেটা তাদের মনে আলাদা একটা দাগ কাটতে পারে। যেন এটা পড়ার প্রতি তাদের আগ্রহ তৈরি হয়।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩১

হাফিজুর রহমান মাসুম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ। নামগুলোও ভালোলাগলো। আবারও ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

কাকভেজা বলেছেন: Amar email : [email protected]

৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬

কাকভেজা বলেছেন: Ami koekbar try korlam email send korar butjay na tai notun poddhoti te send korchi yahoo er age @ likhlam na. Email : roktim.bela yahoo.com

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

হাফিজুর রহমান মাসুম বলেছেন: আমি আপনাকে ই-মেইল করেছি।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

খেলাঘর বলেছেন:

" নিয়মিত বিভাগগুলোতে খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের লেখা থাকবে। "

-খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের থেকে পরামর্শ নিনি; লিখবে উনারা, আমরা বসে বসে বেকার খাটি? হাুউকাউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.