নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত চিন্তায় বিশ্বাসী, আমি মুসলিম , আমি বাঙ্গালী,কিন্তু আমি বিদ্বেষী নই

বিদ্রহী পথিক

নিশাচর প্রানী

বিদ্রহী পথিক › বিস্তারিত পোস্টঃ

টিকেট সমাচারB-)

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬

টিকেট!!! এক সোনার হরিনে পরিনত হয়েছে, আপনি এখন ইচ্ছা করলেই আর পরিবার নিয়ে বা বন্ধু বান্দব নিয়ে মজা করে খেলা দেখতে পারবেন না, কারন খুব সোজা, কারন টিকেট পাওয়া খুব সহজ বেপার না। এ যে সোনার হরিন,
কিছুদিন পূর্বেও টিকেট দিত স্টেডিয়াম এ বা আশে পাশের এলাকায় বা আপনি ইচ্ছা করলে গ্রামীনফোন কেয়ার থেকে নিতে পারতেন এবং আপনার পরিবার বা বন্ধু সংখ্যা যত তত অথবা দু তিন জন মিলে অনেকের জন্য টিকেট কাটতে পারতেন,
কিন্তু এখন তা আর পারবেন, পারবেন কিন্তু চড়া মুল্যে, আপনাকে ১০০টাকার টীকেটের জন্য ৫০০-১০০০ কোন কোন ক্ষেত্রে ১৫০০টাকা পর্যন্ত গুন্তে হবে, কারন UCB ব্যাংকএ টিকেট দিবে প্রতি জন মাত্র একটি করে, আর তাদের মোবাইল ব্যাংকিং Ucash এ কিন্তু আপনি বাসায় বসে টিকেট কিন্তু পারবেন দুটী করে, কিন্তু এই সেবা কত টুকু সেবা আর কতটূকু ভোগান্তি তা শুধু টিকেট কিনার জন্য বাধ্য হয়ে Ucash একাউন্ট করা ব্যাক্তিরাই ভালো বলতে পারবেন। এতে কিন্তু তাদের দুটু লাভ হচ্ছে এক টীকেট বিক্রি করে টাকা আয় আবার Ucash এ আলাদা চার্জ ও কাটছে,
ও দুঃখিত তাদের সবচেয়ে বড় লাভের কথা বলতে ভুলেই গেছি, আপনি যদি স্টেডিয়াম বা UCBমিরপুর শাখার আশপাশে ঘুরেন তাহলে টিকেট পাওয়া মামুলি ব্যাপার মাত্র , শুধু কোন হকার বা চা বিক্রেতা কানে গিয়ে বলবে মামা আছে?? কয়টা লাগবে শধু বলেন দেখবেন ৫মিনিট লাগবে না টীকেট হাজির, এ টিকেট কিন্তু মামারা তৈরি করে নাই এটা এসেছে ব্যাংকের ভিতর থেকে, যে ব্যাংক কর্মকর্তা ১০ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আপনাকে মাত্র ১টি টিকেট দিবে, সেই একই ব্যাক্তি আপনাকে প্রতি টিকেটে ৪০০-৫০০০*টাকা বেশি দিলে ৫মিনিটেই যত টিকেট লাগবে আপনার হাতে দিয়ে যাবে, এটাকেই বুজি পাবলিক সেবা বলে,
বিসিবির কাছে আবেদন করবো দয়া করে টিকেট প্রাপ্তির একটি সহজ এবং সুন্দর উপায় দিন যাতে আমার পরিবার বা আমার বন্ধুদের নিয়ে সহজেই এবং বিসিবি বাংলাদেশের জনগনের কথা মাথায় রেখে যে দাম নির্ধারণ করে সেই রেটে টিকেট কিনে খেলা দেখতে পারি, আর পরবর্তী ৫টি সিরিজের জন্য নাকি UCBকে টিকেট বিক্রির সত্ত দেয়া হয়েছে, বিসিবে যেন এই দিকে নজর রাখে যাতে বাংলার রিকশাওয়ালাকে যেন তার প্রিয় দলের খেলা দেখার জন্য ১০০টাকার টীকেট ৫০০টাকায় কিনতে না হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.