![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রানী
একটি মাত্র বিশেষ দল আজকে নারী লাঞ্ছনার প্রতিবাদে রাস্তায় আন্দোলন করছে, তারা আবার বিশেষ ভাবে প্রগতিশীল,
কথার আগে কিছু প্রশ্ন,
১। কোন বড় অনুষ্ঠানে( বৈশাখ,বই মেলা, বানিজ্য মেলা, ১৪ ফেব্রুয়ারি, থার্টি ফাস্ট) নারী লাঞ্ছনার ঘটনা এই প্রথম?????
২। নারী কি শুধু মার খেলেই অবলা????মার দেয়ার সময় সবলা???
প্রথমত নারী লাঞ্ছনার ঘটনা এই প্রথম না, আমার দেখা প্রায় প্রতিটি অনুষ্ঠানেই নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে, যা ধারাবাহিক ভাবেই আজকের এই ভয়াবহ পরিনিতি এবং তা প্রতিনিয়তই ঘটে, এটা খুবই দুঃখ জনক যে এটা সবাই জানার পড়ও কোন পতিকার আমারা পাইনি, যারা আজকে এর প্রতিকার চেয়ে আন্দোলন করছেন তারা কি আগে কখনও এর জন্য সামান্য দাবি জানিয়েছেন??
জানাননি কারন তখন আপনাদের কোন শাখার কোন পাতি নেতা আহত হন নি, আজকে আপনাদের গা জ্বলে জাচ্ছে কারন আপনাদের এক নেতা তা হাত ভেঙ্গেছেন তার জন্য, আপনারা যদি সত্যি কারের নারী লাঞ্ছনাকারীদের বিচার দাবি করতেন তাহলে আপনারা কেন আন্দোলনটাকে নিজেদের মধ্যেই রাখলেন*??
মনে রাখতে হবে আপনাদের সাথে কিন্তু কোন সাধারন মানুষ যোগ দেই নি, কেন এমনটা হল??
কারন সাধারন মানুষ খুব ভালো করেই জানে যে আপনার নিজের প্রয়োজন ছাড়া এক পাও নড়েন না, আপনারা তখনি মাঠে নামেন যখন আপনাদের লেজে আগুন লাগে। এটা অবশ্য প্রায় প্রত্যেক রাজনৈতিক দলেরই বিশিষ্ট, তবে অন্য দল গুলো এক আদটু জনগনের জন্য রাস্তা আন্দোলন করে কারন তাদের জনগনের কাছে ভোট চাইতে যেতে হবে,
আপনারা নারী অধিকার নিয়ে কথা বলেন?? ভালো কথা, আমার মা , বড় দু বোন এবং আমার দু খালা আমার ফুফু সর্বমোট আমার পরিবারের ৬ জন নারী চাকরিজীবী আমি কখনও শুনিনি তাদের চাকরি ক্ষেত্রে বৈসম্যের শিকার হতে হয়েছে, কারন তারা এমন কোন কাজ করেন নাই যাতে তাদের কেউ আঘাত করেবে, এদের ভিতর ৪ জনই দেশ গড়ার কারিগড় যার মধ্যে ১ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রেয়েছে , যিনি নারী অধিকার নিয়ে কাজ করেন, তাহলে কি আমি মনে করবো আপনি নারী যখন রাস্তায় নামবেন তখন আপনার সম অধিকার আর মার খেলেই আপনি অবলা নারী!! এটা কেমন নিয়ম?? আমি চরম ভাবে হেফাজত বিরোধী, কিন্তু যখন তাদের সম্মেলনে যখন একজন নারীকে লাঞ্ছনা করা হলো তখন যে ভাবে আমাদের তথাকথিত প্রগতিশীলরা এর জন্য টকশো কাপালেন (যার ভিতর এই বিশেষ দলের ব্যাক্তিরাই বেশি ছিলেন) হেফাজত থেকেও বেশি লজ্জা জনক,
কারন আমরা এভাবে এক জন নারীর পথচলা কেই থামিয়ে দিচ্ছি, যেখানে সেই সাংবাদিক বীরের মত হেফাজতের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলো আমরা তাকে নারী সাংবাদিক বলে হেও করলাম,
আমি চাই এমন সমাজ যেখানে নারী পুরুষ সমান ভাবে চলবে। কেউ খুন করার সময় সবলা আর ধরা পরলে অবলা এই সমাজ আমি চাই না দিক্কার জানাই সেই সব প্রগিশীদের যার একজন যোদ্ধাকে নারী হিসেবে দেখে
©somewhere in net ltd.