![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রানী
শব্দ দুষন রোধে এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে মনে হয় ২০০০ এর পরে কোন এক সময় শব্দ দূষণ আইন হয়েছিলো যা সারা দেশের মানুষ সাদুবাদ জানিয়েছিলো, তার পর আমরা দেখেছি অনেক গাড়ী থামিয়ে পুলিশ উচ্চ শব্দ কারী হর্ন খুলে নিচ্ছে, যা ছিলো এক যুগান্তকারি পদক্ষেপ, অন্তত ঢাকাবাসীর জন্য
এই জ্যামের ঢাকায় সম্প্রতি আশার আলো দেখায় ফ্লাইওভার, এবং বলা বাহুল্য যে এই ফ্লাইওভার গুলাতে তো সাধারন আগের গাড়ী গুলা তো যায়ই আরো নতুন কিছু রুট হয়েছে যা শুধু এই ফ্লাইওভার নির্ভর, যার অন্যতম রুট, মিরপুর টু আব্দুল্লাপুর যা এই রুটে যাতায়েত কারী যাত্রীদের জন্য এক আশীর্বাদের নাম, আগে যেখানে ২-৩ ঘন্টা লাগতো সেখানে এখন মাত্র ২০মিনিট লাগে, এ তো গেলো উপকারীদিক এবার আসল কথায় আশা যাক
এই রুটে যাতায়েত কারী প্রতিটি বাস সার্ভিসই সিটিং তাও সমস্যা নয় সমস্যা হলো এই বাস গুলো ছাড়ার পর একে অন্যের সাথে প্রতিযোগিতা শুরু করে কে আগে যাবে, কারন তাদের মাঝ পথে যাত্রী উঠানোর কোন ঝামেলা নেই বললেই চলে, আর এই এক জন আরেক জনের আগে যাওয়ার জন্য এরা মারাত্মক রকম হর্ন বাজায়, এবং এদের প্রতিটি গাড়ীতেই উচ্চ শব্দের হর্ন লাগানো হয়েছে যা মারাত্মক রকম শব্দ দূষণ করে, এই ধরনের হর্ন সাধারনত হাইওয়ের বড় গারীতেও থাকে না, এই ধরনের হর্ন সাধারনত বড় ট্রাকে থাকে, সম্প্রতি মিরপুর থেকে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি সিটিং বাসেই এই ধরনের হর্ন লাগানো হয়েছে, যা মাঝে মাঝে ১০নাম্বার গোল চত্তরে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়, তাই যথা যথ করতিপক্ষের কাছে আবেদন থাকবে যাতে এই বেপারটি দেখা হয়, এবং সুন্দর ঢাকার জন্য হাজার অনিয়মের মাঝেও যেন শব্দ দুষন প্রতিরোদ আইনটি প্রয়োগ করা হয় ।
©somewhere in net ltd.