![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রানী
প্রথম কথা শিক্ষা কোন পন্য নয় যে শিক্ষার্থীরা VAT দিবে,
ছাত্রদের অন্দোলন যক্তিক কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে অপুরো ঢাকা শহর অচল করে দিয়েছে, যার পরিপেক্ষিতে NRB একটি ঘোষনা দিয়েছে, যে VAT ছাত্ররা দিবে না দিবে প্রতিষ্ঠান, ভালো কথা,খুব সুন্দর সমাধান, এই ঘোষনার পর ছাত্রদের মাঠে থাকার কথা না, কিন্তু তারা আছে, কারন সবার জানা,
কারন বিশ্ববিদ্যালয় কখনই নিজের লাভ এর ভাগ থেকে এই VAT দিবে না, তারা কি করবে ১বছর পরই টীউশন ফি ৫০০০০টাকা বাড়িয়ে দিবে, তারা ঠিকই কৌশলে টাকা ছাত্রদের কাছ থেকেই নিবে, কিন্তু ছাত্ররা এর প্রতিবাদ করতে পারবে না, কারন প্রতিবাদ করলেই বহিষ্কার, আর কোন পথ থাকবে না উচ্চ শিক্ষার, তা তারা নিবৃতে কেদে টাকা দিয়ে যাবে, এর দায়ভার সম্পূর্ণ সরকারের মঞ্জুরি কমিশনের,
কিন্তু এই আন্দোলন হতে পারতো অন্য রকম, ছাত্ররা যেহেতু এক হয়েছে, তারা সরকারের কাছে দাবি তুলতে পারে মঞ্জুরি কমিশন মজবুত করার, বিশ্ববিদ্যালয় গুলো যে এত টাকা নিচ্ছে সেই টাকা কি কাজে ব্যাবহার করছে তার কি কোন হিসার সরকারের কাছে আছে , ছাত্ররা VAT বন্ধের আন্দোলন করছে কিন্তু কেউ এটার সমাধন চাইছে না, শুধু VAT বন্ধ করলেই কি সমাধান হয়ে যাবে??????????
১ একটি প্রশ্ন সকলের কাছে #যে প্রতিষ্ঠান অলাভজন সেই প্রতিষ্ঠানের একাউউন্ট এ ২০০-১০০০ কোটি টাকা কিভাবে জমা হয়???
এই টাকা অবশ্যই অনিয়ন্ত্রিত আদায় করা টিউশন ফি ,
এই টাকা কিন্তু ছাত্রদের কোণ কল্যালে ব্যায় হয় না, এটা ব্যায় হয় মালিকদের উন্নয়নে।
যাই হোক আমার কথা হল
ছাত্ররা VAT বন্ধের আন্দলন না করে কার্যকরী মঞ্জুরি কমিশন এর দাবি করতে পারে , নিয়ন্ত্রিয় টিউশন ফি এর দাবি করতে পারে, এই জন্য আন্দোলন করলে ছাত্র রা সুফল পাবে আর আমরা প্রাইভেট এ পরি টাকা দিয়ে সার্টিফিকেট পাই( যার ৭০ ভাগই বাস্তব) এই কথা গুলোও আমাদের শুনতে হবে
আর তা নাহলে শুধু ভাঙ্গা দেয়ালে রঙের প্রলেপ দেওয়ার মতই হবে ব্যাপারটা
#No VAT on Education
#No business by the edication
©somewhere in net ltd.