নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত চিন্তায় বিশ্বাসী, আমি মুসলিম , আমি বাঙ্গালী,কিন্তু আমি বিদ্বেষী নই

বিদ্রহী পথিক

নিশাচর প্রানী

বিদ্রহী পথিক › বিস্তারিত পোস্টঃ

হায় মানবতা , হায় মানবাধিকার !!!!!!!!!!

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আজকের ঘটনার পর বিশ্বের বড় বড় নেতারা শোক জানাচ্ছেন। প্রেসিডেন্ট ওবামা এটিকে মানবতার বিরুদ্ধে জঘন্যতম আঘাত হিসেবে বর্ননা করেছেন। ক্যামেরন বলেছেন এ ঘটনায় তিনি হতবাক, বিষ্মিত। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন,এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। অন্যান্য প্রভাবশালী বিশ্বনেতারা একই ধরণের কথা বলছেন। সবাই নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্যারিসের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা আর সমবেদনা রেখেই একটা জিনিস জানতে চাচ্ছি, মানবতা কি শুধুই উন্নত বিশ্বের মানুষের জন্য? মানে ফ্রান্স, কানাডা, বৃটেন কিংবা যুক্তরাষ্ট্রে একজন মানুষ সন্ত্রাসী হামলা নিহত হলে সেটা অমানবিক হয়; আর ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনে লাখ লাখ নিরীহ মানুষ কেউ নিহত হলেও সেটা অমানবিক নয়? প্যারিসে ১২ জন বা ১৫৩ জন মারা গেলে সারা বিশ্বে শোকের বন্যা বইতে পারলে ইরাক-সিরিয়া- আফগানিস্তানে লাখ লাখ মানুষ মরলেও কেন টুঁ শব্দটি পর্যন্ত হবেনা? এ বছর এখন পর্যন্ত ইরাকে মার্কিন জোটের হামলায় দেড় লাখের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় চার বছরের গৃহযুদ্ধে প্রাণ দিয়েছেন আড়াই লাখের বেশি সাধারণ মানুষ। এগুলো শুধু ডকুমেন্টেড সংখ্যা। প্রকৃত সংখ্যা যে এর চেয়ে বহু বেশি, তা বলার অপেক্ষা রাখে না ।ইন্তিফাদা শুরুর পর ফিলিস্তিনিদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, তা যেকোন অমানবিকতাকে হার মানাবে। ছোট ছোট ফিলিস্তিনি শিশুদেরকে ‘পাথর ছোঁড়ার’ অভিযোগে গুলি করে হত্যা করা হচ্ছে। কোন অভিযোগ ছাড়াই তাদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হচ্ছে। অথচ ইসারয়েল জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ। যেখানে বলা হয়েছে, আর কোন বিকল্প নেই, শুধুমাত্র এমন অবস্থাতেই শিশুদের আটক করা যাবে। তবে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ আনা যাবেনা, আর হত্যাতো তো আরো বহু দূরের কথা। ফিলিস্তিনিদের নিজেদের জায়গা থেকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপন করা কি খুব মানবিকতা? অথচ দিনে দুপুরে মিডিয়ার সামনে তারা এসব করে যাচ্ছে। কেউ কিছু বলছে না। বলছেনা বললে ভুল হবে। বলছে, তবে উল্টোটা বলছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

porag wahid বলেছেন: :-&

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


ফিলিস্তিন সমস্যা ফিলিস্তিনীরা সমাধান করছে না।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

ভীন গ্রহের পরবাসী বলেছেন: মানবতা আজ দ্বিমুখী নিতি বিশিস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.