![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a self employer as a freelancer. I want to write something about freelancing for all of unemployed of Bangladesh.
টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ লেবার পার্টির পার্লামেন্টারি প্রার্থী
লন্ডন:বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ লেবার পার্টির পার্লামেন্টারি প্রার্থী মনোনীত হয়েছেন। ২০১৫ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার টিউলিপের সংসদীয় আসন কেন্দ্রীয় লন্ডনের হ্যামস্টেড এন্ড কিলবার্ণ এর লেবার পার্টির সদস্যরা ভোট দিয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে তাকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেন।
পার্লামেন্টারি প্রার্থী হওয়ার পথে টিউলিপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় হ্যাকনি বারার ডেপুটি মেয়র কাউন্সিলর সফি লিনডেন ও ক্যামডেন বারার কাউন্সিলর সেলি গিমজনের। টিউলিপ নিজেও ক্যামডেন বারার রিজেন্টস পার্ক ওয়ার্ডের একজন কাউন্সিলর। বারায় তিনি ক্যাবিনেট লিড মেম্বারের দায়িত্ব পালন করছেন।
ভোট কেন্দ্রে উপস্থিত টিউলিপের অন্যতম ক্যাম্পেইনার ও লেবার পার্টির সদস্য, বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী পারভেজ আহমেদ বাংলানিউজকে জানান, অধিকাংশ লেবার সদস্যের ভোটে বঙ্গবন্ধু নাতনি টিউলিপ আগামী পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন। হ্যামস্টেড এন্ড কিলবার্ণ সংসদীয় আসনের এমপি অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেইড জ্যাকসন রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়ায় এই আসনে লেবার পার্টির নতুন প্রার্থীর প্রয়োজন দেখা দেয়।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় লেবার সদস্যরা শেষ পর্বের ভোটে এমপি গ্লেইড জ্যাকসনের স্থলাভিষিক্ত করেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে।
সোমবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তার প্রার্থিতা লাভের প্রতিক্রিয়া সবাইকে জানাবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন টিউলিপ সিদ্দিকী।
উল্লেখ্য, ২০১০ সালে টিউলিপ ক্যামডেন বারার কাউন্সিলর নির্বাচিত হন। তিনিই এই বারার প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও ড: শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপের জন্ম ব্রিটেনে হলেও তার শৈশব কেটেছে ৭টি বিভিন্ন দেশে। ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রিধারী টিউলিপ পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে। তিনি পলিটিক্স, পলিসি এন্ড গভর্নমেন্ট বিষয়েও দ্বিতীয়বার মাস্টার্স সম্পন্ন করেন।
সম্প্রতি টিউলিপ বিয়ে করেন ক্রিস পার্সি নামের এক ব্রিটিশ নাগরিককে। গত সপ্তাহে লন্ডনে বিয়ে পরবর্তী অনুষ্ঠানে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন।
সূত্র: Click This Link
২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
ফুরব বলেছেন: শেখ হাসিনারে টিউলিপের উপদেষ্টা হিসাবে রাখতে পারে কারন হাসিনার ১২১৩টা বিদেশি ডিগ্রি আছে। আর হাসিনার রাজনীতি ব্রিটেনে চালু করতে পারলে ব্রিটিশদের ভিক্ষা করতে বেশি দিন লাগবে না।।
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসেন, উনারে নৌকায় ভুট দিয়া জয়যুক্ত করি.........। আর টিউলিপ তার জয় ভাইয়ার কাছ থেকেতো নির্বাচনে লেবার পার্টির জয় পরাজয় নিয়া ভবিষ্যতবানী শুনেই তার কর্মপন্থা ঠিক করে নিতে পারেন।
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮
কলাবাগান১ বলেছেন: একজন বাংগালী হিসাবে প্রাইড ফিল না করে শুধু মাত্র রাজনৈতিক কারনে এরকম শিক্ষিত একজন মহিলার অর্জন কে টিটকারী করার মানসিকতা কে .........
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
হোসেন মনসুর বলেছেন: সহমত
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: আম্রিকার কলাবাগান ভাইসাব...........আসলে একজন বাঙালী হিসেবে সত্যিকার অর্থেই টিউলিপের অর্জন নিয়ে প্রাইড ফিল করি..........আরো বেশি প্রাইড ফিল করি এজন্য যে উনি তার নানার নাম ভাঙ্গিয়ে রাজনীতিতে না এসে নিজ যোগ্যতায় রাজনীতিতে এতদুর গেছেন।
উনারে নিয়া ফাজলামো করার একটাই কারন..........উনি আমাদের (আমার নয় কিন্তু) প্রধানমন্ত্রীর বোনঝি.........যিনি কিনা রাষ্ট্রিয় সফরকালে তার সব সফরসঙ্গী নিয়া কিছুদিন আগে বিয়া খেয়ে আসলেন.....। আসলে এই খালেদা বা হাসিনা যদি নিজ যোগ্যতাবলে এম্পি হতে পারতো.......তবে আর এইসব টিটকারী মূলক কথাবার্তা আসতোনা........। ওই সায়েনের গানটা নিশ্চয়ই শুনেছেন.......
৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৩৪
পংবাড়ী বলেছেন: সে কি নির্বাচিত হলো?
০৮ ই মে, ২০১৫ রাত ৮:১০
হোসেন মনসুর বলেছেন: জী! সে আজ নির্বাচিত হলো।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
গরু গুরু বলেছেন: টিউলিপ :p
অর নাম, চলা ফেরা কোনো কিছুতেই বাংগালির লেশ আছে? তাইলে ঐ মাইয়াহ বাঙ্গালিদের গর্ব হয় কি করে?
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
নিষ্কর্মা বলেছেন: বারো না মনেহয়, উচ্চারন অনুযায়ী লিখলে "বোরো" লিখতে হবে।