![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিটিভির ৮টার খবরে শুনলাম সাভারে ভবনধ্বসে আহত প্রত্যেকের পরিবারকে মোটা অঙ্কের টাকা সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাণমন্ত্রণালয়। সেইসাথে কিছু প্রশ্নও প্রাসঙ্গিকভাবে চলে আসে আমার মনে --
এত টাকা ঐ পরিবারগুলো সামলে রাখবে কীভাবে? টাকা নেয়ার পর দরিদ্র পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে কে?
টাকাগুলো কি এককালীন দেয়া হবে? নাকি কিস্তিতে কিস্তিতে ভাগ ভাগ করে দেয়া হবে?
টাকাটা কি ডলারে দেয়া হবে? পাউন্ডে দেয়া হবে? নাকি দিনার-দিরহাম-রিয়াল-রুবল-রুপি-ইয়েনে দেয়া দেবে?
টাকাগুলো কি নগদ দেয়া হবে? নাকি চেকে দেয়া হবে? নাকি এটিএম কার্ডের মাধ্যমে দেয়া হবে?
টাকাপ্রদান অনুষ্ঠানে কে থাকবেন প্রধান অতিথি? যুবলিগের চেয়ারম্যান? ত্রাণমন্ত্রী? মার্কিন রাষ্ট্রদূত? নাকি প্রধানমন্ত্রী?
পরিবারগুলোর উচিত হবে টাকাগুলো দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ কিংবা মার্কিন মুলুকের বেলভিউ হাসপাতালে চিকিত্সা করিয়ে আহতদেরকে নিয়ে আরব আমিরাতের বুর্জ আল দুবাই কিংবা শ্রী লঙ্কার হাম্বানটোটা সমুদ্রসৈকত থেকেও একবার ঘুরে আসা।
তিন টাকা নয়, ত্রিশ টাকা নয়, তিনশো টাকাও নয় -- ত্রাণমন্ত্রণালয় সাভারে আহত প্রত্যেকের পরিবারকে পুরো তিন হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে! ভাবা যায়?
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
এ্যাপেলটন বলেছেন: ....হাসতে হাসতে কেদে ফেললাম !! সব কিছু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে !!!
এখন এই দেশে জন্মই আজন্ম পাপ , এখন শুধু মৃতু্যর জন্য অপেক্ষা ( ভুল বললাম , মৃতু্যই আমার বা আপনার জন্য অপেক্ষা করছে !! ) ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭
হুলামামা২৭৫ বলেছেন: আসলে তিন হাজার টাকা .১০ পয়সার মুদ্রায় দেওয়া হবে.......
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
বোকা_ছেলে বলেছেন: জাতীয় শোকের সময় এত কৌতুক কেমনে করে........
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: এতো টাকা দিয়ে ওরা সবাই একটা করে গার্মেন্টস তৈরী করবে।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
বটবৃক্ষ~ বলেছেন: চেতেন কেন!! কত্তো মজা কইরা তামাশা দেখতেসি আমরা সবাই!!
৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
দি সুফি বলেছেন: জনগণের কোটি কোটি টাকা খরচ করে নাম পরিবর্তন করতে পারে (বুইঝা নেন)।
আর সেই জনগণেরই টাকা জনগণের জীবন রক্ষার্থে খরচ করতে পারে না। অযথা অপচয়ের দরকার কি বলেন! গরীব কমল, দেশের উপকার হইল!
৮| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৫৮
এরিস বলেছেন: সুন্দর তো...!! অনেক টাকা...!! সরকার এতো টাকা ম্যানেজ করলো কিভাবে???
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিন টাকা নয়, ত্রিশ টাকা নয়, তিনশো টাকাও নয় -- ত্রাণমন্ত্রণালয় সাভারে আহত প্রত্যেকের পরিবারকে পুরো তিন হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে! ভাবা যায়?
কত বড় দাাাাাাাাাাাাাাাাাননন!
এটা পদানের অনুষ্ঠানের বাজেট হবে আবার ৩০ লক্ষ টাকা!!!!!