নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

মনে হয় কুলাঙ্গার রানা পালিয়েছে.....

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

বিদেশে পালিয়েছে রানা, ব্যাংক থেকে ২৩ কোটি টাকা উত্তোলন!

সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা বিদেশে পাড়ি জমিয়েছেন। আজ শুক্রবার কোনও এক সময় তিনি পার্শ্ববর্তী কোনও দেশে আশ্রয় নিয়েছেন বলে সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছেন, গত দুদিনে সোহেল রানা তার ঘনিষ্ঠ এক সহযোগীকে দিয়ে সাভারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৩ কোটি টাকা তুলেছেন। ধারণা করা হচ্ছে এসব টাকা নিয়ে তিনি বিদেশে পারি জমিয়েছেন। ভবন ধসের তিনদিন পার হয়ে গেলেও যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশ ও গোয়েন্দারা তার খোঁজ বের করতে পারেননি। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে সুনির্দিষ্ট মামলা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেষ্টাও করেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

ইউরো-বাংলা বলেছেন: ২ দিন পর বুবু যেহেতু রানা'কে ধরার নির্দেশ দিয়েছে, এই থেকে প্রতিয়মান রানা অবশ্যই পালিয়েছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১

হকিস্‌টিক হাসান বলেছেন: পালানোর সকল ব্যবস্থা সম্পন্ন করে গ্রেফতারের নির্দেশ. বাহ! সত্যি সেলুকাস......

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

বন০০৭ু বলেছেন: আরে ভাই উনাকে ত দেশ থেকে বের করার জন্য দুইটা দিন দরকার ছিল, মাল পাচার কনফর‌্ম হওয়ার পর গ্রেফতারের নির‌্দেশ দেয়া হয়েছে, উনাকে বাচানো জাতির ব্রিহওর স্বার‌্থে খুব প্রয়োজন, কারণ উনার জিবনের মূল্য কোটি কোটি দরিদ্র বাংলাদেশির জিবনের চাইতেও অনেক অনেক বেশি।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

বিডি আমিনুর বলেছেন: মা জননী তার সন্তান কে বাঁচানোর জন্য আপ্রান চেষ্টা করবেন , যদিও নিজেকে বাচাতে মাঝে মঝে নিজের সন্তান হিসাবে অস্বীকার করেবসেন!
জয় মা দুর্গা!!
জয় মা কালী!!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

পেন্সিল চোর বলেছেন: রানা যুবলিগের কেও না ......কয়দিন পর শুনবো... "রানা" তারেক জিয়ার ক্লোজ ফ্রেন্ড ছিল.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.