নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

সদ্য গ্রেপ্তার সোহেল রানার জন্য শাস্তি প্রস্তাবঃ

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

* হেলিকপ্টারে নয়, গরুর গাড়ির পেছনে হাত পা বেঁধে রশি দিয়ে টেনে টেনে তাকে বেনাপোল থেকে ঢাকায় আনা হোক।



* ঢাকায় আনার পর ধ্বসে পড়া রানা প্লাজার ধংসাবশেষ অপসারণের জন্য যে বড় বড় ক্রেন আনা হয়েছে, সেগুলোর একটার মাথায় বেঁধে ওকে চার দিন ঝুলিয়ে রাখা হোক- যাতে জনগন তাক্র ঝুলন্ত দেহ দেখতে পায়। সব টিভি ওই দৃশ্য লাইভ দেখাবে। চার দিন পর বেঁচে থাকলে আদালতে নেয়া যাবে।



* অথবা রানা প্লাজার ধংসাবশেষের ভেতরে যেখান থেকে সুরঙ্গ কেটে আজকেও জীবিত মানুষদের উদ্ধার করা হয়েছে, সেই সুরঙ্গ পথে রানাকে ভেতরে ঢুকিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেয়া হোক। চার দিন পর সেখান থেকে আমরা তাকে উদ্ধার করবো। মরে গেলে তার পরিবারকে তখন সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা দেয়া হবে।



* আপাতত রানার দুই হাত এবং দুটো পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হোক। পড়ে তাকে আমরা এনাম মেডিকেলে চিকিতসা দিয়ে সুস্থ করে তুলবো। আদালতের বিচার পরে হবে।



* কিছু না পারলে সাভারের রানা প্লাজার সামনের রাস্তায় শুধু তাকে ছেড়ে দেয়া হোক। বাকিটা জনগন বুঝবে।* হেলিকপ্টারে নয়, গরুর গাড়ির পেছনে হাত পা বেঁধে রশি দিয়ে টেনে টেনে তাকে বেনাপোল থেকে ঢাকায় আনা হোক।



* ঢাকায় আনার পর ধ্বসে পড়া রানা প্লাজার ধংসাবশেষ অপসারণের জন্য যে বড় বড় ক্রেন আনা হয়েছে, সেগুলোর একটার মাথায় বেঁধে ওকে চার দিন ঝুলিয়ে রাখা হোক- যাতে জনগন তাক্র ঝুলন্ত দেহ দেখতে পায়। সব টিভি ওই দৃশ্য লাইভ দেখাবে। চার দিন পর বেঁচে থাকলে আদালতে নেয়া যাবে।



* অথবা রানা প্লাজার ধংসাবশেষের ভেতরে যেখান থেকে সুরঙ্গ কেটে আজকেও জীবিত মানুষদের উদ্ধার করা হয়েছে, সেই সুরঙ্গ পথে রানাকে ভেতরে ঢুকিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেয়া হোক। চার দিন পর সেখান থেকে আমরা তাকে উদ্ধার করবো। মরে গেলে তার পরিবারকে তখন সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা দেয়া হবে।



* আপাতত রানার দুই হাত এবং দুটো পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হোক। পড়ে তাকে আমরা এনাম মেডিকেলে চিকিতসা দিয়ে সুস্থ করে তুলবো। আদালতের বিচার পরে হবে।



* কিছু না পারলে সাভারের রানা প্লাজার সামনের রাস্তায় শুধু তাকে ছেড়ে দেয়া হোক। বাকিটা জনগন বুঝবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

ল্যাটিচুড বলেছেন: * আপাতত রানার দুই হাত এবং দুটো পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হোক। পড়ে তাকে আমরা এনাম মেডিকেলে চিকিতসা দিয়ে সুস্থ করে তুলবো। আদালতের বিচার পরে হবে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
কিছু না পারলে সাভারের রানা প্লাজার সামনের রাস্তায় শুধু তাকে ছেড়ে দেয়া হোক। বাকিটা জনগন বুঝবে।


সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.