![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবং রাজউক। পুলিশ যে মামলা করেছে তাতে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর আর রাজউক যে মামলা করেছে তাতে সর্বোচ্চ শাস্তি সাত বছর। আর এই পরিমান শাস্তি তখনই নিশ্চিত হবে যখন মামলাগুলো প্রমানিত হবে।....তো এত খুনের দায়ে এত নগন্য শাস্তি ? আসলে খুনের দায়ে তার বিরুদ্ধে কোন মামলা-ই হয়নি। একটা হইছে অবহেলাজনিত কাজের জন্য আরেকটা কনস্ট্রাকশন আইন লংঘনের দায়ে।
ভুক্তভোগীরা কেউ কি তার বিরুদ্ধে কোন মামলা করেছে ? কেউ কি জানেন ? খুনের দায়ে বা ম্যাস কিলিং এর দায়ে কোন মামলা হয়েছে কি ? আজ কোন আইনজীবী তার পক্ষে দাঁড়ায়নি এটা একটা ভাল লক্ষণ। এদেশে ক্ষমতাবানরা সব সময় আইনজীবীদের সহায়তায়ই আইনকে বুড়ো আংগুল দেখায়। আমরা আশা করব, এবার অন্তত অপরাধীদের সহায়তা করবেন না কোন আইনজীবী।
এত বড় একটা হত্যাযজ্ঞের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সঠিক ধারায় সঠিক সময়ে মামলা করা দরকার। নইলে গুরু পাপে লগু দন্ড দিয়ে হত্যাকারীদের আবারো নতুন নতুন হত্যায় উৎসাহিত করা হবে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
একজন অপদার্থ বলেছেন: আইন নিজের হাতে তুলে নিলে কেমন হয় ?
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০
নিজাম বলেছেন: সাজা সাত বছর হোক আর সাত দিন হোক। কোন সাজা আগেও হয়নি, এবারও হবার সম্ভাবনা নেই। হেলিকপ্টারে চড়ে ঢাকায় এসে জামাই আদরে কয়দিন জেলে থেকে কোনদিন হুট করে বেরিয়ে পূর্ব পেশায় ফিরে যাবে তা কেউ জানতে পারবেন না।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
আমাবর্ষার চাঁদ বলেছেন: বদমাইশটারে ক্রশফায়ারে দেয়া উচিত...............
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
আহলান বলেছেন: রানা নির্দোশ প্রমাণিত হবে ... সময় গড়াতে দেন ....