নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

স্যালুট জানাচ্ছি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-কে

০১ লা মে, ২০১৩ রাত ৮:০৪

স্যালুট জানাচ্ছি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-কে। কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন, সাভারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের প্রত্যেককে ১ কোটি টাকা করে টাকা দেয়া হোক।তিনি বলেন, সাভারের হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের প্রত্যেককে ১ কোটি করে মোট ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া যেতে পারে। এই টাকার মধ্যে অর্ধেক অর্থাৎ ৩০০ কোটি টাকা দিবে রানা প্লাজার মালিক সোহেল রানা। বাকী ৩০০ কোটি টাকা আনুপাতিক হারে পাঁচ গার্মেন্টস মালিক বহন করবে। আমাদের প্রতিবাদ আর দাবী আদায়ের ভাষা হোক স্পষ্ট। পুনরায় স্যালুট অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনাকে।জয় হোক মানবতার.......

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ৮:২০

জাতির চাচা বলেছেন: মাহবুবকে কি কোর্টে ফাজলামী করার জন্য পাঠানো হয়েছে।যৌক্তিক দাবী করতে হবে , যাতে শ্রমিকেরা দ্রুত ন্যায্য বিচার পায়।

২| ০১ লা মে, ২০১৩ রাত ৮:২৬

কান্টি টুটুল বলেছেন:

নিহত শ্রমিকদের সাথে কোন রকম তামাশা করার অধিকার অ্যাটর্নি জেনারেলের নাই।

আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে এখন এমন এক সরকার বর্তমান যে সরকার জনগনের বেডরুমের নিরাপত্তা দিতে অপারগতার কথা অবলীলায় বলে বেড়াতে কোনরূপ লজ্জাবোধ করে না।

৩| ০১ লা মে, ২০১৩ রাত ১০:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আইন করুক কোন শ্রমিক মালিকের অবহেলার কারণ বশত মারা গেলে অথব দেহ হানী হলে নূন্যতম ১০-২০ লাক্ষ টাকা ক্ষতিপূরন দিতে হবে !!

তাহলে মালিক পক্ষ সব সময় সতর্ক থাকবে - এটা মালিক পক্ষ দিবে না হলে গার্মেন্ট সংগঠন দিবে !!

কঠর ব্যবস্থা সাধারন তো ঝুকি কমাতে সাহায্য করতে পারে

৪| ০১ লা মে, ২০১৩ রাত ১১:২৩

কেএসরথি বলেছেন: ১ কোটি??!! এটা রানা বা পোশাক শিল্পপতি মরে গেলেও দিবে না। ওরা বলবে "আমাকে ও মেরে ফেল"।

এমন কিছু চাইতে হবে, যা ওরা দিতে বাধ্য এবং তাদের পক্ষে দেয়া সম্ভব হবে।

৫| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৪৭

গোয়েন্দাপ্রধান বলেছেন: ei vondo tai na koislo sontu r hasina re nobel deoner jnno.ekthar pisoneo matlabbaji ase

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.