নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

"ফকিন্নির পুত"

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

আজকে যারা কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্রদের দাবীর বিরোধীতা করছেন। তাদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের প্রতি এ্যাত্ত দরদ, এ্যাত্...ত দরদ, এ্যা.....ত্ত দরদ যে কয়েকদিন আগে এই শাহবাগ থেকেই একজন বঙ্গবীর খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তারা আদর করে "রাজাকার" উপাধী দিয়েছিলেন।



আজ মেধাবীদেরকে ও না হয় তারা একটু আদর করে "ফকিন্নির পুত" ডেকেছে। এতে অসুবিধার কি আছে। সবশেষেতো তারা "জয় বাংলা" বলেছে। শুরুতে আর শেষে জয় বাংলা বললেইতো মাঝখানের সব জায়েজ হয়ে যায়.......।



ফকিন্নির পুতেরা শাহবাগে আইস্যা শ্লোগান দিবে মাগার জয় বাংলা বলবে না, ওই শালারা তো মেধাবীদের আড়ালে লুকিয়ে থাকা জামায়াত-শিবির রাজাকারই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

আলী খান বলেছেন: মাননীয় ইস্পিকার দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের জইন্যে কি কোঠা প্রথা আছে? খোদার কসম থাকলে কাইলকাই ইমরান বাহিনীতে যোগ দেমু আর কমু বাংলাদেশ জিন্দাবাদ opps চরি চরি "জয় বাংলা"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.