![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরানী খাওয়া তেলতেলে গতরে ঐটুকুন আঘাত কি একদমই মেনে নেয়া যায় না ? তাইলে এই শরীর এতদিন কি অর্জন করলো ? বিরানীর আউটপুট কৈ ? এত আয়োজন, আনুষ্ঠানিকতা...সবই কি মরীচিকা ! দ্বিতীয় মুক্তিযোদ্ধারা কি শিখলো প্রথম মুক্তিযোদ্ধাদের কাছে ? বুঝলাম না, সামান্য লাঠির গদামে এমন ‘হায় হায়’ করার কি আছে ?
টাইম হ্যাজ কাম, মুক্তিযোদ্ধাদের বুঝতে হবে-
কাটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে
দু:খ বিনা সুখ লাভ হয় মহীতে...!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
সমকালের গান বলেছেন: সহমত নই।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
এম এ কাশেম বলেছেন: বিড়ানী ভাত লাঠির গুতা
বাঁধা সবই একই সুতা
মার খেলে হয় বড় নেতা
জেলে গেলে তো নেই কথা।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
বিডি বয়েস বলেছেন: ভাষণ দিবার টাইম এ,
নিয়ে আয় অস্ত্র, করিব যুদ্ধ, দেখি কার বুকে কতো বল মু হা হা হা
গোটা দশেক পেদানি, ঘারানি, কিল ঘুষি খাইবার পর।।
মোর লাহান মাচুম শিশুদের উপর রাস্তাঘাটে চড়ুইভাতি খেলিবার সময় এহেন বরবরচিত হামলা। তীব্র নিন্দায় সামনের ১ বৎসর আমি বিরয়ানী খামু না ম্যা ম্যা ম্যা......
মোড়ালঃ যাহা বলিব, বুঝিয়া সুনিয়া বলিব, বলিয়া পলটি মারিব না।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
ভিটামিন সি বলেছেন: সহমত প্রকাশ করিলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: মাঝে মাঝে মাইর খাওনের একটিং না করলে দাম থাকেনা যে! আইজকাল আবার বুবু পয়সা কমায়া দিসে।