![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘স্বাধীন দেশে পুলিশ কেন এমন উন্মত্ত আচরণ করছে, তা বুঝতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ যেভাবে আমাদের ওপর চড়াও হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
- ইমরান এইচ সরকার। মুখপাত্র, গণজাগরণমঞ্চ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
ভিটামিন সি বলেছেন: বানরের লেণ্জায় আগুন লাগছে।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
মহাজাগতিক বলেছেন:
এযাবত জাগরণের সব সমাবেশে পুলিশ
যা করার না তা-ই করেছে। গুরুত্বপূণ সব
জায়গা দখল করে পূর্বানুমিত ছাড়াই মব
এসেম্বেলি করতে দিয়েছে। এজ এ
ডিউটি জাগরণের সমাবেশ
পাহারা দিয়ে এসেছে। সমাবেশের
অতিথি হইয়া চানাস্তা খাইছে।
নরমালি যা করার কথা না। আজকে সেই
একই গোপালগঞ্জ পুলিশ হয়ে গেল
পাকিস্তানি পুলিশ, জামাদি পুলিশ। কত
জনেরই যে আজ দিব্যজ্ঞান হাসিল
হইলো! এরেই কয় নিজের হো.ে.. পা পড়া!!!
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
েফরারী এই মনটা আমার বলেছেন: কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link
যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই
Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পুলিশ সব সময় একই রকম ব্যবহার করে। সমস্যা হচ্ছে ব্যবহারটা বিরোধীপক্ষের সাথে করলে আমরা বাহবা দেই আর নিজেদের সাথে করলে গুষ্টি উদ্ধার করি।