![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগেই বলেছিলাম-
বাবা এরশাদ !! নির্বাচনটা একটা ছেলে খেলা নয়।
বেচারা ভাবছিল তাহলে নির্ঘাত এটা একটা মেয়ে খেলা।
চোখ বুঁজেই ঘোষণা দিয়া দিল- আমরা ইলেকশানে যাচ্ছি।
ওমা ! নমিনেশান পেপার সাবমিট কইরা দেখলো তার বিপরীতে একজনও নারী প্রার্থী নেই।
বেচারা রাগে ক্ষোভে কইলো আমি ইলেকশানে নাই, এটাই আমার শেষ কথা।
তারপর গিয়া শুরু করলো গলফ খেলা। সুস্থ হোক আর অসুস্থ্য হোক হোল (গর্ত) খুঁজে পেতে তার জুড়ি নেই।
অতীতের বিভিন্ন ধরণের গর্ত খুঁজে পাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গলফ মাঠের গর্ত খুঁজতে খুঁজতেই আজ সন্ধ্যায় জানলো নতুন এক গর্তেই পড়ে গেল সে।
যার নাম পরাজয়ের গর্ত।
তবু এরশাদ খুশি- কোন নারীর কাছে তো আর পরাজিত হয় নি।
©somewhere in net ltd.