![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ, আমেরিকা, ও রাশিয়ার তিনজন লোক জঙ্গলে ঘুরতে বের হলো। হঠাৎ তাদেরকে জংলীরা আটক করলো। জংলী সরদার বললো-তোমরা তোমাদের দেশের সবচেয়ে আশ্চর্যজনক বস্তু নিয়ে আসতে পারলে তোমাদের মুক্তি দেয়া হবে। আমেরিকান লোকটি বিলগেটসকে নিয়ে এসে বললো- এ আমাদের দেশের এমনকি সারা পৃথিবীর আশ্চর্যজনক ব্যক্তি যে কিনা মাইক্রোসফটে বিপ্লব সাধন করেছে।
রাশিয়ার লোকটি লেলিনকে নিয়ে এসে বললো-এ লোকটি রাশিয়ায় তথা সারা পৃথিবীর সমাজতন্ত্রের পুরোধা ব্যক্তি। এবার বাংলাদেশের লোকটির পালা। সে বাংলাদেশের নির্বাচন কমিশনার রকিবউদ্দিনকে নিয়ে এসে বললো-এ আমাদের দেশের এমন ব্যক্তি যার লজ্জা নামক বস্তুটি নেই এবং তিনিই আমাদের দেশকে অগ্রসরের (এখানে অগ্রসর মানে পেছন দিক থেকে প্রথম) ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
অবশেষে মুক্তি পেলো কে?
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
ঢাকাবাসী বলেছেন: এদেশের ইতাহাসে একটা ঘৃন্য দুপেয়েজীব হিসেবে কুখ্যাত হয়ে থাকবে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
ভিটামিন সি বলেছেন: রাকিবকে দলে দলে জুতা মারা উচিত তার বেহাপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
আছিফুর রহমান বলেছেন: রাকিবই তো সেরা