নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

আমি গণতন্ত্রের সৎ মা বলছি-

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

আমি গণতন্ত্রের সৎ মা বলছি-

’’যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা নির্বাচনে অংশ নিয়েছে। যারা তা করে না, তারা নির্বাচন বর্জন করেছে।”

আবার চেতনার ত্যানা প্যাঁচানি । তবে চেতনার পাইকারি ব্যাবসায় মন্দা লাগছে । মাঝে মাঝে এমন খুচরা বিক্রয় চলে বটে কিন্তু তেমন বাজার পায়না । যখনই চেতনার ব্যবসা বাজার হারায় তখনই চালু হয় ‘সংখ্যালঘু ব্যবসা’। এবার এই ব্যবসাটা জমেছে । মজার ব্যাপার হল, এই হামলাকারীরা কখনই বিচারের আওতায় আসে না । মাঝে মাঝে এসব করতে গিয়ে যারা ধরা খায় তারা বিশ্বজিৎ কোপানো লীগ, শিক্ষক লীগ,(আজ জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক-নতুনবার্তা), অপ্রকৃতস্থ লীগ(শহীদ মিনার ভাংতে গিয়ে ধরা খাওয়ার পর)।

মাননীয় প্রধানমন্ত্রী, এদেরকে ভাল করে প্রশিক্ষণ দিন । নইলে আপনার এ ব্যবসাটাও অতিদ্রুত বাজার হারবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা পরিসংখ্যান ও কটি কথা..

‘গণতন্ত্রের জন্য সব’ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বিএনপির সঙ্গে সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন দেয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নেয়া হবে। তার বক্তব্যে আপনি কি আস্থাবান?

হ্যাঁ - 42% না - 58%

মোট ভোট সংখ্যাঃ 4983 লিংক 5:45PM

কি বুঝলেন?

৯৫% ভোটারকে বাদ রেখে ৫ % এর শতভাগ =p~ ভোট পেয়ে নির্বাচিত প্রধানমন্ত্রীর উপর ৫৮% জনগনের আস্থা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.